গুলশানে ৯ দিন ধরে ‘নিখোঁজ এক মাদ্রাসাছাত্র

রাজধানীর গুলশানের আজাদ মসজিদ মাদ্রাসা থেকে সাকিব আল হাসান আব্দুল্লাহ (১২) নামে এক কিশোর ৯ দিন ধরে নিখোঁজ রয়েছে। সে ওই মাদ্রাসারই ছাত্র।
গত ২০ জানুয়ারি বেলা সাড়ে ১১টা থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না উল্লেখ করে গত ২২ জানুয়ারি এ বিষয়ে গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ মাদ্রাসা ছাত্রের বাবা মো. আলাউদ্দিন শিকদার।
সাকিবের কোনো খোঁজ পেলে ০১৭১৮-৫০১৪৪৭, ০১৯৭৬-০০১৫৬৭ মোবাইল ফোন নম্বরে জানাতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
পুলিশ বলছে, সাকিব নিখোঁজের জিডি তদন্ত করা হচ্ছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।
নিখোঁজ সাকিবের বাবা আলাউদ্দিন ঢাকাটাইমসকে বলেন, নিখোঁজকালে সাকিবের পরনে জলপাই কালারের পাঞ্জাবি, সাদা পায়জামা, চোখে চশমা এবং পায়ে স্যান্ডেল ছিল।
(ঢাকা টাইমস/২৯জানুয়ারি/আরআর/কেএম)

মন্তব্য করুন