মহেশপুরে বিজিবির অভিযানে বছরে ৪২ কোটি টাকার চোরাচালান ও মাদক জব্দ
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে গত এক বছরে প্রায় ৪২ কোটি টাকার চোরাই মাল ও মাদকদ্রব্য জব্দ করেছে।
৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মাসুদ পারভেজ রানা জানান, জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ৩৮ হাজার ৪৪২ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫ হাজার ৪৯৭ বোতল ফেনসিডিল, নয় হাজার ২৪২ বোতল বিদেশি মদ, ২০১ বোতল কোরেক্র সিরাপ, ১২০ কেজি গাঁজা।
এছাড়া জব্দ করা অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৩৮ কেজি ৪০ গ্রাম স্বর্ণ।
জব্দ মাদক ও মালামালের আনুমানিক মূল্য ৪১ কোটি ৯৭ লাখ ৭৯ হাজার ৭১ টাকা।
এছাড়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১০৪ জন চোরাচালানীকে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এসএ)
মন্তব্য করুন