সব থেকেও কিছু নেই আসিফ-রিমার সংসারে

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৩, ১৭:২৩
অ- অ+

আসিফ একজন ইঞ্জিনিয়ার। তার স্ত্রী রিমা। কোনোকিছুতেই কোনো অভাব নেই। তবুও আসিফ এবং রিমার জীবনে সুখ নেই কারণ তাদের সন্তান নেই।

রিমা তার বৈবাহিক জীবনের পরপরই সন্তান নিতে চেয়েছিল কিন্তু আসিফ তখন রাজি ছিল না। এ নিয়ে পরপর তিনবার রিমার অকাল গর্ভপাত হয়েছে। ডাক্তার বলেছে, রিমা মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। তাই আসিফ সন্তানের স্বাদ পাবার জন্য টেস্টটিউবের মাধ্যমে সন্তান জন্ম দেয়। আর এ কারণে রিমা আসিফকে বেশি অপছন্দ করে। রিমা মনে করে, টেস্টটিউবের মাধ্যমে সন্তান জন্ম দেওয়া পাপ। তাই রিমা আসিফকে সম্পূর্ণ দোষারোপ করে।

অশান্তি বাড়তে থাকে আসিফের সাংসারিক জীবনে। এগিয়ে চলে গল্প। নাটকের নাম ‘ব্লাড কানেকশন’। তরুণ নাট্যকার সজিবুর রহমান পিন্টুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন এস আই সোহেল।

নাটকে আসিফ চরিত্রে অভিনয় করেছেন আরফান আহমেদ এবং রিমার চরিত্রে অভিনয় করেছেন ফারহানা মিলি। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন রোজি সিদ্দিকী, এথেনা অধিকারী, বাপ্পি আশরাফ, মাহফুজ এবং পিন্টু।

নির্মাতা জানান, নাটকটি শিগগিরই একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি চলছে
অল্পসময়ের ব্যবধানে নটর ডেমের দুই শিক্ষার্থীর মৃত্যু, নানা গুঞ্জন
দিনাজপুরের শালবনে মহাবিপন্ন ‘খুদি খেজুর‘ গাছের সন্ধান
সীমান্তে সেনা উপস্থিতি কমাতে একমত ভারত-পাকিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা