বাংলালিংক নিয়ে এলো ফ্রি ডেটাসহ শক্তিশালী পোর্টেবল ‘মাইফাই রাউটার’

টেক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৩, ১৭:৩৮
অ- অ+

দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক নিয়ে এসেছে শক্তিশালী পোর্টেবল ‘মাইফাই রাউটার’। এর মাধ্যমে একাধিক ব্যবহারকারী স্বাচ্ছ্যন্দের সাথে বাংলালিংকের দ্রুততম ফোর জি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। রাউটারটির সাথে গ্রাহকরা পাবেন ৭ জিবি ফ্রি ডেটা।

সোমবার ঢাকায় বাংলালিংক-এর কার্যালয়ে প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গা দত্ত এই ঘোষণা দেন।

জানা গেছে, আকর্ষণীয় ও সহজে বহনযোগ্য এই রাউটারে রয়েছে ৩ হাজার এমএএইচ ব্যাটারি, যা দীর্ঘ সময় ধরে পাওয়ার ব্যাকআপের নিশ্চয়তা দেবে। একাধিক ব্যবহারকারীকে বাইরের পরিবেশে সহজে ইন্টারনেট সংযোগ দেওয়ার ক্ষেত্রে এটি বিশেষভাবে উপযোগী হবে। যেকোনো বাংলালিংক সেন্টার বা বাংলালিংক সার্ভিস পয়েন্ট থেকে গ্রাহকরা দুই বছরের ওয়ারেন্টিযুক্ত ‘মাইফাই রাউটার’ সংগ্রহ করতে পারবেন।

বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গা দত্ত বলেন, ‘বাংলালিংক-কে একটি ডিজিটাল অপারেটরে রূপান্তরিত করার লক্ষ্য বাস্তবায়নে আমরা বিভিন্ন ডিজিটাল পণ্য নিয়ে আসছি। গ্রাহকদের ব্যক্তিগত ব্যবহারের জন্য এবার আমরা বেশি পাওয়ার ব্যাকআপ ও দুই বছরের ওয়ারেন্টিসহ ‘মাইফাই রাউটার’ নিয়ে এসেছি। আমরা বিশ্বাস করি, এটি ডিজিটাল জীবনযাত্রায় অভ্যস্ত গ্রাহকদেরকে আমাদের দ্রুততম ফোরজি মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের সেরা অভিজ্ঞতা দেবে।’

বাংলালিংক অভিনব ডিজিটাল সেবা নিয়ে আসার ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করে যাবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংক-এর সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ডিরেক্টর মো. জুবায়েদ উল ইসলাম, বাংলালিংক-এর মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মো. আবদুল হাই, বাংলালিংক-এর ব্র্যান্ডস অ্যান্ড কমিউনিকেশনস ডিরেক্টর কাজী উরফী আহমেদ, বাংলালিংক-এর হেড অব মনোব্র্যান্ড অ্যান্ড ডিভাইস শাহরিয়ার আহমেদ রেমন ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিষদের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টানা জয়ে সবার আগে প্লে অফে রংপুর, অন্য দলগুলোর অবস্থান কোথায়?
ভ্যাট না বাড়িয়ে সরকারকে খরচ কমানোর পরামর্শ বিএনপির
গ্যাসলাইটার বিস্ফোরণে অগ্নিদগ্ধ কবি নজরুলের নাতি বাবুল কাজী, অবস্থা সংকটাপন্ন
মানিকগঞ্জে বালু উত্তোলনকালে দুটি ড্রেজারসহ ৮ জন আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা