এলো ট্রেলার, ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে কেয়ার ‘কথা দিলাম’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৩, ১৪:০৬| আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১৪:১০
অ- অ+

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১০ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে চিত্রনায়িকা কেয়া অভিনীত নতুন সিনেমা ‘কথা দিলাম’। সিনেমার মুক্তি উপলক্ষে এরইমধ্যে এর প্রচারণায় ব্যস্ত সিনেমা সংশ্লিষ্টরা। তারই অংশ হিসেবে সোমবার (৩০ জানুয়ারি) বিডি২৯ মাল্টিমিডিয়া' ইউটিউব চ্যানেলে প্রকাশ পেল সিনেমার ট্রেলার।

গ্রামীণ পটভূমিতে নির্মিত এই ছবিটি ট্রেলার মুক্তির পর থেকেই ইতিবাচক দর্শকদের মন্তব্য দেখা যাচ্ছে ট্রেলার এর ইউটিউব কমেন্ট বক্সে। সিনেমাতে কেয়ার বিপরীতে অভিনয় করেছেন নবীন অভিনেতা জামশেদ। জসিম উদ্দিন আকাশ প্রযোজিত সিনেমাটি নির্মাণ করেছেন রকিবুল আলম রাকিব। সিনেমার সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।

নির্মাতা রকিবুল আলম রাকিব জানান, 'একসময় বাংলাদেশে গ্রামীণ পটভূমির চলচ্চিত্র ছিল বেশ জনপ্রিয়। নব্বই দশকেও এ ধরনের চলচ্চিত্রের প্রতি দর্শকদের ব্যাপক আগ্রহ ছিল। তবে বর্তমানে এ ধরনের সিনেমা তেমন একটা নির্মিত হচ্ছে না। কিন্তু আমি নতুন জুটি নিয়ে গ্রামীণ গল্পে সিনেমাটি নির্মাণ করেছি। আশা করছি, সবার ভালো লাগবে।'

'কথা দিলাম' সিনেমার বিভিন্ন চরিত্রে কেয়া-জামশেদ ছাড়া আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, জ্যাকি আলমগীর, পরাগ বিশ্বাস, কাজল, শেখ স্বপ্না, শাইলা, হাসিমন, সুচনা শিকদার, জাহিদ ইসলাম, তাহমিনা মনা প্রমুখ।

সিনেমায় পাঁচটি গান রয়েছে। সবগুলো গানই লিখেছেন সিনেমাটির প্রযোজক জসিম উদ্দিন আকাশ। গানগুলোতে কন্ঠ দিয়েছেন এস এই টুটুল, আকাশ সেন, সালমা, এস কে শানু ও হৈমন্তি করসিত দাস।

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনতা ব্যাংকে টাস্কফোর্স সভা অনুষ্ঠিত
লাশের খবরে পুলিশকে ফোন: অতঃপর যা হলো
রমনা বোমা হামলা: আপিলে মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন, যাবজ্জীবন কমিয়ে ১০ বছরের সাজা
কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধি বর্ষা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা