মৌলভীবাজারে এলজিইডি কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
  প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৩, ২০:৫১
অ- অ+

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকল্প পরিচালক এলজিইডি প্রকৌশলী গোলাম ইয়াজদানীর ওপর হামলার প্রতিবাদে ও অভিযুক্ত শাহাবুদ্দিনসহ সকল হামলাকারীর অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন মৌলভীবাজার এলজিইডির কর্মকর্তা ও কর্মচারীরা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের এলজিইডি ভবনের সামনে এ মানববন্ধন করেন তারা।

এসময় মৌলভীবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ আবদুল্লাহর সভাপতিত্বে এবং সদর উপজেলা প্রকৌশলী মো. আলমগীর চৌধুরীর পরিচালনায় এ মানববন্ধনে বক্তব্য দেন এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী খন্দকার মাহমুদুল আশরাফ, সহকারী প্রকৗশলী রাজ হোসেন, উপসহকারী প্রকৌশরী শরীফুল হক, আব্দুল খালিক সুবর্ণা রানী রায় প্রমুখ।

মানববন্ধন চলাকালে বক্তারা অনতিবিলম্বে অভিযুক্ত দের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
ডিবি হারুন ধরাছোঁয়ার বাইরেই থাকলো?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা