সাবেক দুই প্রেমিককে নিয়ে স্বামীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৪

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৫ | প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৩

বিয়ের ৪ মাস যেতেই সাবেক দুই প্রেমিককে নিয়ে স্বামীকে হত্যার পরিকল্পনা করেন স্ত্রী রাবেয়া আক্তার মুসকান। পরিকল্পনা অনুযায়ী স্বামীকে চেতনানাশক ওষুধ খাইয়ে প্রেমিক ও তাদের সহযোগীদের নিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে পালিয়ে যায় তার প্রেমিকরা। বরিশালের গৌরনদী উপজেলায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, গৌরনদী উপজেলার কালনা গ্রামের কবির বেপারির ছেলে সৌরভ বেপারির সঙ্গে গত চার মাস আগে বিয়ে হয় রাবেয়া আক্তার মুসকানের। বিয়ের পর থেকেই সৌরভের সঙ্গে মুসকানের টুকিটাকি বিষয় নিয়ে ঝগড়াঝাটি হতো।

তাই স্ত্রী রাবেয়া আক্তার মুসকান তার সাবেক দুই প্রেমিক রায়হান ও সিয়ামকে নিয়ে স্বামীকে হত্যার পরিকল্পনা করেন।

পরিকল্পনা মোতাবেক গত ২৫ জানুয়ারি দুপুরবেলা কৌশলে স্বামী সৌরভ বেপারিকে চেতনা নাশক ওষুধ খাওয়ায় স্ত্রী মুসকান।

এরপর মার্কেটে যাওয়ার কথা বলে সৌরভকে গৌরনদী বন্দরে নিয়ে যায় স্ত্রী মুসকান, এসময় সৌরভ অসুস্থতা বোধ করলে তাকে অটোতে করে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।

অটোটি কালনা গ্রামের সামচুল হকের বাড়ির কাছাকাছি আসলে আগে থেকেই প্রস্তুত থাকা মুসকানের সাবেক দুই প্রেমিক রায়হান, সিয়াম ও তাদের সহযোগীরা এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়ে।

ঘটনার খবর পেয়ে পুলিশ সৌরভকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।

সৌরভের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে রেফার করেন ডাক্তাররা।

ঘটনার পর স্ত্রী মুসকানের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় পুলিশ তাকে আটক করে।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্ত্রী মুসকান স্বীকার করে যে তার সাবেক দুই প্রেমিকের সহযোগিতায় হত্যা চেষ্টা করেন।

এ ঘটনায় স্ত্রী রাবেয়া আক্তার মুসকান, তার সাবেক দুই প্রেমিক রায়হান, সিয়াম ও হত্যাচেষ্টায় জড়িত জিহাদ হাসান রাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন সৌরভের বাবা কবির বেপারী। তিনি বলেন, আমার ছেলে ঢাকা মেডিকেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি উক্ত ঘটনার সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমূলক বিচার চাই।

(ঢাকাটাইমস/১ফেব্রুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সুবর্ণচরে এমপিপুত্র শাবাব বিজয়ী

নড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা, ইউপি চেয়ারম্যানসহ আহত ৩

কুমিল্লার তিন উপজেলায় দুই নতুন মুখ, লাকসামে ইউনুসের হ্যাট্রিক

বান্দরবান সদরে আ.লীগ নেতাকে হারিয়ে বহিষ্কৃত বিএনপি নেতা কুদ্দুস বিজয়ী

ভোট দিলেন কেরানীগঞ্জের বিএনপি নেতা, ফাঁকা ছিল বেশিরভাগ কেন্দ্র

গাজীপুর সদর উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

ফরিদপুরে চেয়ারম্যান পদে তিন উপজেলায় যারা নির্বাচিত হলেন

হাইকোর্টের আদেশ স্থগিত: ঝিনাইদহ-১ আসনে নির্বাচনে বাধা নেই

রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম বাঙালিকে আলোর পথ দেখায়: পরিকল্পনা প্রতিমন্ত্রী

কুমিল্লায় ট্রান্সফর্মার চোর চক্রের সদস্য গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :