আর্চারের বিধ্বংসী বোলিংয়ে হোয়াইটওয়াশ এড়ালো ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:১৮
অ- অ+

কিম্বার্লিতে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে জোফরা আর্চারের বোলিং তোপে ৫৯ রানের জয়ে হোয়াইটওয়াশ এড়ালো সফররত ইংল্যান্ড। শুরুতে ব্যাট করতে নেমে জোড়া সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪৬ রান তুলে ইংলিশরা। জবাবে খেলতে নেমে ২৮৭ রানে থেমেছে দক্ষিণ আফ্রিকার ইনিংস।

বড় লক্ষ্যকে সামনে রেখে ব্যাট করতে নেমে ভালো সূচনা পায় প্রোটিয়ারা। ওপেনিং জুটিতে আসে ৪৯ রান। ২৭ বলে ৩৫ রান করে আউট হন টেম্বা বাভুমা। পরের উইকেটে খেলতে নেমে মাত্র ৫ রান করেন রাশি ভ্যান ডার ডুসেন। ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৫২ রানে আউট হন ওপেনার রেজা হেনড্রিকস।

এরপর শুরু হয় আর্চারের বিধ্বংসী বোলিং।অল্প সময়ের মাঝেই এইডেন মার্করাম ও ডেভিড মিলারকে ফেরান তিনি। ৩৯ রানে মার্করাম ও ১৩ রানে ফেরেন ডেভিড মালান। আর মার্কো জানসেনের ব্যাট থেকে আসে ১২ রান। এ সময় মনে হচ্ছিলো বড় ব্যবেধানেই হারতে বসেছে স্বাগতিকরা।

কিন্তু সপ্তম উইকেটে ওয়েন পার্নেলকে সঙ্গে নিয়ে ইংলিশ বোলারদের শাসন করতে থাকেন হেনরিক ক্লাসেন। এ সময় আবারও জয়ের স্বপ্ন দেখে প্রোটিয়ারা। ৬২ বলে ৮০ রানে ক্লাসেন ফিরলে আর সম্ভব হয়নি। পরে ২ রানে মাগালা, ৩৪ রানে পার্নেল ও ১ রানে ফেরেন শামসি। আর ৫ রানে অপরাজিত থাকেন লুঙ্গি এনগিদি।

ইংল্যান্ডের পক্ষে ৯.১ ওভারে মাত্র ৪০ রানের খরচায় সর্বোচ্চ ৬টি উইকেট নেন জোফরা আর্চার। তিনটি উইকেট নেন আদিল রশিদ।

এর আগে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ১৪ রানেই তিন উইকেট হারায় ইংল্যান্ড। পরে চতুর্থ উইকেট জুটিতে দলনেতা জস বাটলার ও ডেভিড মালান মিলে গড়েন গড়েন ২৩২ রানে বিশাল জুটি। তাতেই রানের পাহাড় গড়তে থাকেন ইংলিশরা। দুজন শতকের দেখা পান। ১১৪ বলে সাতটি চার ও ছয়টি ছয়ে ১১৮ রান করেন মালান।

এদিকে ১২৭ বলে ছয়টি চার ও সাতটি ছয়ের মারে ১৩১ রান করেছেন বাটলার। এছাড়া মাত্র ২৩ বলে ৪১ রান করেন মঈন আলি।

(ঢাকাটাইমস/০২ফেব্রুয়ারি/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিটফোর্ড হত্যায় বিএনপির নামে রংচং দেয়ার চেষ্টা চলছে: রিজভী
মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার দাবি মির্জা ফখরুলের
মিটফোর্ডে মাথা থ্যাঁতলে হত্যা: টিটন গাজী পাঁচ দিনের রিমান্ডে
গণহত্যা মামলায় শর্তসাপেক্ষে রাজসাক্ষী মামুনকে ক্ষমা, পূর্ণাঙ্গ আদেশ প্রকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা