বিএনপির সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতে আ.লীগ শান্তি সমাবেশ করছে: শাজাহান খান

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২৮

বিএনপির সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতে আওয়ামী লীগ মাঠে শান্তি সমাবেশ করছে বলে মন্তব্য করেছেন দলটির সভাপতিমণ্ডলীয় সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খান।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মাদারীপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

শাজাহান খান আরও বলেন, বিএনপি এখন বিভাগীয় সমাবেশ করছে না, তারা চরিত্র পাল্টিয়ে পদযাত্রা করছে। বিরোধী দলে থাকলে এমন আন্দোলন হতেই পারে। আর আওয়ামী লীগের শান্তি সমাবেশ করা হচ্ছে এই কারণে যে, বিগত দিনে বিএনপি গণতন্ত্রের নামে মানুষ পুড়িয়ে, পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। এসবই করেছে গণতন্ত্র রক্ষার নামে। এখন তাদের উপলব্ধি হয়েছে যে, তাদের মানুষ পছন্দ করে না। তাই পদযাত্রা করছে।

তিনি বিএনপির সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতে আওয়ামী লীগ মাঠে রয়েছে দাবি করে জানান, ‘বিভিন্ন সমাবেশে বিএনপি যে সন্ত্রাসী কার্যক্রম করেছে, তাদের সেই সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতে মাঠে রয়েছে আওয়ামীলীগ। যে কারণে আমরা প্রতিনিয়ত শান্তি সমাবেশ ও শান্তি মিছিল করছি। যে কারণে আগামীতে বাংলার জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় আনবেন। তাদের ভোটাধিকার নৌকায় প্রয়োগ করবেন। বিএনপির সাথে যে জনগণ নেই, সেটা তারাও যেমন জানেন, তেমনি আমরাও জানি।

তিনি বিএনপির তত্ত¡বধায়ক সরকারের দাবী প্রসঙ্গে বলেন, ‘বর্তমানে বিএনপি যে তত্ত্বাধায়ক সরকারের দাবি করছে, মূলত তারাই ১৯৯৬ সালের নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে বিনষ্ট করেছিলেন। তাদের নেত্রী বেগম খালেদা জিয়াই বলেছিলেন, পাগল আর শিশু ছাড়া কেউ নিরাপেক্ষ নয়। তাই বাংলাদেশের সংবিধানে আর তত্ত্বাবধায়কের সুযোগ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে, সেখাইতের বিএনপিকে ফিরে আসতে হবে।’

এরপর শাজাহান খান মাদারীপুর সদর হাসপাতালের নবনির্মিত বর্ধিত অংশের ৫০ শর্য্যার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মো. মাসুদ আলম খান, সিভিল সার্জন ডা. মুনীর আহমেদ খান, সাবেক পৌরসভার মেয়র নূরুল আলম বাবু চৌধুরী প্রমুখ। পরে তিনি জেলার আরো উন্নয়ন কার্যক্রমে অংশ নেন।

(ঢাকাটাইমস/২ফেব্রুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আ.লীগের কর্মসূচি

বিএনপির আশার গুড়ে বালি, যুক্তরাষ্ট্র সম্পর্ক গভীর করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে: মির্জা ফখরুল

ফারাক্কা বাঁধ বাংলাদেশের উত্তরাঞ্চলকে মরুভূমি বানাচ্ছে: রাশেদ প্রধান

শেখ হাসিনা ছাড়া এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন কেউ করেনি: ওবায়দুল কাদের 

সরকারের লোকদের লুটপাটের খবর বের হতে শুরু করেছে: রিজভী

নিখোঁজ ছাত্রদল নেতা আনিসের পরিবারকে বিএনপির আর্থিক সহযোগিতা

উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে আরও ৫২ জন বহিষ্কার

পশ্চিমারা বাংলাদেশ প্রসঙ্গে তাদের অবস্থান পরিবর্তন করেনি: মির্জা ফখরুল 

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আ. লীগের তিন দিনব্যাপী কর্মসূচি

এই বিভাগের সব খবর

শিরোনাম :