চট্টগ্রামকে হারিয়ে টানা সপ্তম জয় কুমিল্লার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) এবারের আসরে প্রথম তিন ম্যাচেই হেরেছিলো বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এরপর যেন হারতে ভুলে গেছে ইমরুল কায়েসরা। মিরপুরে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে ৬ উইকেটে হারিয়ে টানা সপ্তম জয় তুলে নিল কুমিল্লা।
১৫৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ক্ষণে ক্ষণে উইকেট হারানোর পাশাপাশি মন্থর রান রেটের কারণে শুরুতে বেশ চাপে পড়ে কুমিল্লা। ব্যাট হাতে সৈকত ১৫, কায়েস ১৫ ও জনসন চার্লস করেন মাত্র ৯ রান।
চতুর্থ উইকেট জুটিতে মোসাদ্দেক হোসেনকে সঙ্গে নিয়ে চাপ সামলে নেন মোহাম্মদ রিজওয়ান। এ সময় দুজন মিলে গড়েন ৬৬ রানের জুটি। তাতেই জয়ের ভিত পেয়ে যায় কুমিল্লা। অর্ধশতক পূরণের পর ৬১ রানে থামেন রিজওয়ান। পরে জাকের আলিকে নিয়ে জয় নিশ্চিত করেন মোসাদ্দেক। ৩৭ রানে মোসাদ্দেক ও ১০ রানে জাকের অফরাজিত থাকেন।
এর আগে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দলনেতা শুভাগত হোম। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। তিন ওভার শেষ হতে না হতেই হারিয়ে বসে দুটি উইকেট। শূন্যরানে ওপেনার মেহেদী মারুফ ও মাত্র ২ রানে আউট হন খাজা নাফি।
তৃতীয় উইকেট জুটি চাপ সামলে নেন ওপেনার উসমান খান ও টপঅর্ডার ব্যাটার আফিফ হোসেন। এ সময় দুজন নিয়ে গড়েন ৯৮ রানের জুটি। ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৫২ রানে ফেরেন উসমান। পরে ১২ রানে শুভাগত হোম ও শূন্যরানে সাজঘরের পথ ধরেন কোর্তেস ক্যাম্ফের-জিয়াউর রহমান।
এদিকে আপনতালে খেলতে থাকা আফিফ হোসেনও অর্ধশতকের দেখা পান। তার ইনিংস থামে ৬৬ রানে। মাত্র ৪৯ বলে খেলা তার ইনিংসটি ছয়টি চার ও দুটি ছয়ে সাজানো। শেষদিকে মাত্র ৯ বলে ২১ রান করে অপরাজিত থাকেন দারউইস রাসুলি। মৃত্যুঞ্জয় অপরাজিত থাকেন ১ রানে। ২০ ওভারে ৭ উইকেটে আসে ১৫৬ রান।
(ঢাকাটাইমস/০৪ফেব্রুয়ারি/এমএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

শাইন পুকুরকে হারিয়ে টানা চতুর্থ জয় মাশরাফির রূপগঞ্জের

তামিমের সেঞ্চুরিতে মোহামেডানকে হারাল প্রাইম ব্যাংক

ম্যাধভেরের হ্যাটট্রিক, ১ রানের রোমাঞ্চকর জয় জিম্বাবুয়ের

৬২ বছর পর ইংল্যান্ডের ইতালি জয়

রোনালদোর বিশ্বরেকর্ড

মেসির ৮০০তম গোলের দিনে আর্জেন্টিনার জয়

ম্যাচসেরা হাসান, সিরিজসেরা মুশফিক

প্রথমবার ১০ উইকেটে জয়, সিরিজ টাইগারদের

হাসানের পাঁচ উইকেট, ১০১ রানেই অলআউট আইরিশরা
