বিএনপির কোনো ভবিষ্যৎ নেই: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২২:২৭
অ- অ+

বিএনপির কোনো ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘যে দলের নেতারা সাজাপ্রাপ্ত, বিদেশে পালিয়ে রয়েছেন, সেই দলের কোন ভবিষ্যৎ নেই। যে দল বাংলাদেশের কোন উন্নয়ন করতে পারবে না তাদের কাছে দেশ নিরাপদ নয়। বাংলাদেশ শেখ হাসিনার কাছেই নিরাপদ।’

শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিপা ভাইরাস প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘নিপা ভাইরাসে আক্রান্তে মৃত্যুর হার ৭৫ ভাগ। এই ভাইরাসের কোনো ভ্যাকসিন নেই, কোনো ওষধ নেই, চিকিৎসাও নেই। দেশে এবার ৮ জন নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ৫ জনই মৃত্যুবরণ করেছেন। বাদুরের খাওয়া ফল ও খেজুরের রসের মাধ্যমে নিপা ভাইরাস ছড়ায়। তাই আমাদের সাবধান থাকতে হবে। এজন্য দেশে দুইটি হাসপাতালে ২৫ বেডের ইউনিট খোলা হয়েছে ও ২৮টি জেলাকে সর্তক করা হয়েছে।’

মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, বিজয় মেলা উদযাপন পরিষদের সদস্য সচিব ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

(ঢাকাটাইমস/০৪ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গুনিয়ার পলাতক আওয়ামী লীগ নেতা আইয়ুব গ্রেপ্তার
স্বাস্থ্যখাত এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে: ডা. রফিকুল ইসলাম
চরমোনাই পীরকে নিয়ে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে হুমকি!
৮৫ দিন পর সীমান্তে নিহত যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা