বিএনপি দেশে তৃতীয় শক্তি আনতে চায়: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩২| আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৪৯
অ- অ+
ফাইল ফটো

দেশে তৃতীয় শক্তি আনা বিএনপির উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির উদ্দেশ্য যেকোনোভাবে আওয়ামী লীগকে ঠেকানো। তাদের উদ্দেশ্য তৃতীয় শক্তি আনা। তৃতীয় শক্তি আসলেও তাদের কোনো আপত্তি নেই। তারা তৃতীয় শক্তি আনতে চায়।’

বিরোধী দলের আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির অবরোধ কর্মসূচি দেখেছি। তারা অগ্নিসন্ত্রাস করেছে। তারা আবার ভবিষ্যতে এমন করবে, সে আশঙ্কা এখনো আছে। সরকারপ্রধানকে সরানোর টার্গেট ফেল করেছে। তারা গত নির্বাচনে হেরেছে। আবার তারা আন্দোলনে হারলে নির্বাচনেও হারবে।’

‘জিয়াউর রহমান বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় এসেছিল, তা সবাই জানে’ এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নির্বাচনে আসুক। নির্বাচনে এসে প্রমাণ করুক তারা বড় দল। বড় দল প্রমাণ করতে হবে নির্বাচনের মাধ্যমে।’

নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হবে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী সময় মতো ঘোষণা করা হবে। সংসদীয় দল আছে। সেখানে মনোনয়ন দেব। একাধিক প্রার্থী থাকলে ভোটাভুটি হবে।’

‘আমি আমার অপিনিয়ন আগেই বলে দিয়েছি। প্রার্থী হওয়ার ইচ্ছা থাকলে আমি ঘোষণা দিতাম। আমার সেই যোগ্যতা নেই। আমি কাজের মানুষ। ছোটাছুটি করতে পছন্দ করি। সেতু মন্ত্রণালয়ের অসম্পূর্ণ কাজ রেখে আমি যেতে চাই না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেটা করে যেতে চাই’ যোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

আলাপকালে সাংবাদিকরা জানতে চান, ‘রাষ্ট্রপতি বাইরে থেকে নাকি রাজনীতিবিদদের মধ্য থেকে আসবে? জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি শুরু করেছে গরম দিয়ে। এখন পদযাত্রা করছে, জনগণের সম্পৃক্ততা নেই। তারা একই সংগীত গাইতে থাকবে- আন্দোলন আন্দোলন। তারা লংমার্চ আবার শর্টমার্চ করবে।’

‘কী আশায় বাঁধি খেলাঘর, বেদনার বালুচরে’- কিশোর কুমারের এই গান উল্লেখ করে তিনি বলেন, ‘ফখরুলের এখন সেই অবস্থা হয়েছে।’

‘জাতীয় নির্বাচন আর উপনির্বাচন কী এক কথা হলো? সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচন নিয়ে এই প্রশ্ন রেখে সেতুমন্ত্রী বলেন, ‘জাতীয় নির্বাচনে সরকার গঠনের বিষয় আছে। সেখানে অনেক বেশি, শতভাগ না হলেও ভোটের শতকরা হার বাড়বে। তবে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে।’

‘রাজনীতি একটা কৌশলগত বিষয়। নির্বাচনও কৌশলগত বিষয়। জাতীয় পার্টির সঙ্গে আমাদের রাজনৈতিক কোনো আদর্শ নেই। তারপরও তাদের সঙ্গে অ্যালায়েন্স করি।’ যোগ করেন আওয়ামী লীগ নেতা।

(ঢাকাটাইমস/০৫ফেব্রুয়ারি/জেএ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
ডিবি হারুন ধরাছোঁয়ার বাইরেই থাকলো?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা