চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫৪
অ- অ+

চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার বিকাল ৩টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এসময় তিনি বলেন, বিকাল ৩টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে চিনি, মুদিখানা, গ্যাস সিলিন্ডার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে সরোজগঞ্জ বাজারের মেসার্স গৌতম স্টোরে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা ও তেল চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয় বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ ও প্রদান না করার অপরাধে প্রতিষ্ঠান মালিক গৌতম সাহাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে মেসার্স সাহা স্টোরে অভিযান চালিয়ে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত প্রচুর মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। এছাড়া পণ্যের মূল্যতালিকা ঠিক না থাকার অপরাধে প্রতিষ্ঠান মালিক বিষ্ণু কুমার সাহাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উভয় প্রতিষ্ঠান থেকে জব্দ করা মেয়াদ উত্তীর্ণ পণ্যগুলো জনসম্মুখে নষ্ট করা হয় এবং বাকি সবাইকে সতর্ক করা হয়।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সজল আহম্মেদ।

(ঢাকাটাইমস/০৫ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
বেনাপোল কাস্টমসে কর্মকর্তা-কর্মচারীদের কলমবিরতি আমদানি-রপ্তানি ও পণ্য খালাস বন্ধ
কাশিয়ানীতে ছিনতাই হওয়া তেলবাহী ট্রাক উদ্ধার
প্রধান উপদেষ্টার চট্টগ্রাম বন্দর পরিদর্শন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা