পদ্মা ব্যাংক আগ্রাবাদ শাখার উদ্বোধন

বন্দরনগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্র আগ্রাবাদে শাখা উদ্বোধন করল পদ্মা ব্যাংক লিমিটেড। এটি ব্যাংকের ৬০তম শাখা। একই দিনে উদ্বোধন করা হয় আগ্রাবাদ এটিএমবুথের। গ্রাহকরা দিন-রাত ২৪ঘন্টা, যে কোন সময় টাকা উত্তোলন করতে পারবেন নিজেদের সুবিধা অনুযায়ী। এছাড়া আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় জিইসি এবং জামাল খান রোড উপ-শাখার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রবিবার আগ্রাবাদ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ।
চট্টলার এই শাখায় গ্রাহকদের জন্য আছে আধুনিক সব ব্যাংকিং সেবা। সম্প্রতি কোর ব্যাংকিং সিস্টেম আপডেট করে পদ্মা ব্যাংক গ্রাহকদের জন্য নিয়ে এসেছে আরো বেশি সহজ প্রযুক্তি নির্ভর ব্যাংকিং পরিষেবা।
আগ্রাবাদ শাখা এবং উপ-শাখাগুলোয় সবধরনের ব্যাংক হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, চেক বই ও পে অর্ডার ইস্যু, ক্লিয়ারিং চেক ও পে-অর্ডার জমা, আমানত ও ঋণ সুবিধা, রিয়েল টাইম অনলাইন ব্যাংকিং সুবিধা, ইউটিলিটি বিল জমাসহ সব ধরনের ব্যাংকিং সেবা পাওয়া যাবে।
প্রধান অতিথির বক্তব্যে কাজী আকরাম উদ্দিন আহমেদ পদ্মা ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান। তিনি শুভেচ্ছা জানান সকল কর্মকর্তাদের চট্টগ্রামের প্রাণকেন্দ্রে পদ্মা ব্যাংকের ব্যাংকিং সেবা নিয়ে আসায়। গ্রাহকদের আস্থার প্রতিদান দিয়ে ব্য্যাংকিং এর নতুন নতুন সেবা নিয়ে আসার জন্য নানান পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান। নতুন নতুন শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধনের মাধ্যমে চট্টগ্রামবাসীর দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতেই কাজ করে চলেছে পদ্মা ব্যাংকের সকল কর্মী ও দক্ষ পরিচালনা পর্ষদ। এই সময় তিনি স্মৃতিচারণ করে বলেন চট্টগ্রামে ব্যাংকিং ক্যারিয়ারের লম্বা একটা সময় কাটিয়েছেন তিনি। এবার নতুন একটি ব্যাংকের শাখা খুলতে পেরে তিনি আনন্দিত। তিনি গ্রাহকদের ধন্যবাদ জানিয়ে আগামীতেও পাশে থাকার অনুরোধ করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের এসইভিপি ও সিএইচআরও এম আহসান উল্লাহ খান, এসইভিপি ও এইচওবি সাববির মো : সায়েম, ইভিপি ও সিওও সৈয়দ তৌহিদ হোসেন, এসভিপি ও চট্টগ্রাম বিভাগীয় প্রধান এম সাজিদুর রহমান মেহেদী-সহ বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গসহ, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আগ্রাবাদ শাখার ঠিকানা: আকরাম-খালেদা হাইটস, বাড়ি: ২৪২২/এ, সবদার আলী রোড, আগ্রাবাদ, চট্টগ্রাম।
(ঢাকাটাইমস/০৫ফেব্রুয়ারী/এমএইচ)
সংবাদটি শেয়ার করুন
অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত
অর্থনীতি এর সর্বশেষ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা বিষয়ক সভা

এক যুগ দায়িত্ব পালন শেষে আইপিডিসি ছাড়ছেন মমিনুল ইসলাম

রিহ্যাবে প্রশাসক নিয়োগ দিলো বাণিজ্য মন্ত্রণালয়

দেশে বিনিয়োগ করলে প্রবাসী ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা করবে এফবিসিসিআই

আন্তর্জাতিক বাজারে কমেছে চিনি ও সয়াবিনের দাম

আরও ২৫ পয়সা কমল ডলারের দাম

সোনার দাম বেড়ে ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৯৮৭৫ টাকা

সোনালী ব্যাংকে ব্যবহৃত হচ্ছে ওয়ালটন অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইস

রিটার্ন জমার সময় দুই মাস বাড়ল
