পদ্মা সেতুর নাট-বল্টু খোলা সেই যুবকের জামিন আপিলে বহাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫১| আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০০
অ- অ+

পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে টিকটক করা যুবক বায়জিদ তালহাকে হাইকোর্টের দেয়া জামিন আপিল বিভাগে বহাল রাখা হয়েছে।

হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে সোমবার হাইকোর্টের আদেশ বহাল রাখার রায় দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।

এ মামলায় নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হওয়ায় পর হাইকোর্টে জামিন আবেদন করেন বায়জিদ তালহা। আবেদনের শুনানি নিয়ে গত বছরের ১৪ সেপ্টেম্বর হাইকোর্ট তাকে জামিন দিয়ে রুল জারি করেন। ওই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। একই বছরের ১৮ সেপ্টেম্বর তার জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত।

পদ্মা সেতুর উদ্বোধনের পরের দিন গেল বছরের ২৬ জুন সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে টিকটকে ভিডিও দেন বায়েজিদ। ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে ঢাকার মালিবাগ থেকে সিআইডির হাতে গ্রেপ্তার হন বায়েজিদ। গ্রেপ্তারের পর ২৭ জুন পদ্মা সেতু দক্ষিণ থানায় সিআইডি বাদী হয়ে মামলা করে। মামলাটির তদন্তভারও পায় পুলিশের এই অপরাধ তদন্ত বিভাগ। সাতদিনের হেফাজতে নিয়ে বায়েজিদকে তারা জিজ্ঞাসাবাদও করে।

সেতুর রেলিং থেকে নাট-বল্টু খুলে টিকটকে ভিডিও বায়েজিদ তালহার সিআইডির করা মামলাটির তদন্ত প্রায় শেষ পর্যায়ে। বায়েজিদের মোবাইল ফোনের ফরেনসিক রিপোর্ট এলেই চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত হবে। এই মামলায় বায়েজিদ ও ভিডিও ধারণে তার সহযোগী কায়সার মামুন অভিযুক্ত হচ্ছেন।

(ঢাকাটাইমস/০৬ফেব্রুয়ারি/এসএস/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৪১৬
ফেনী সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
পল্লবীতে সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী জয় ফালান গ্রেপ্তার, দেশীয় অস্ত্র-মাদক উদ্ধার
একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা