ছিনতাইয়ে জড়িত ঢাবির দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৮| আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১১
অ- অ+

বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ, অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন– কবি জসীম উদদীন হলে থাকা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষ ২০১৭- ২০১৮ শিক্ষাবর্ষের তানজির আরাফাত তুষার এবং জগন্নাথ হলে থাকা আইন বিভাগের প্রথম বর্ষ ২০১৬-২০১৭ এর শিক্ষার্থী রাহুল রায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাময়িকভাবে বহিষ্কৃত শিক্ষার্থীদের ‘ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না’ এই মর্মে পত্রপ্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক এক নারী শিক্ষার্থী ও তার স্বামীকে মারধরের পর স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ রয়েছে তাদের দুজনের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই নারী ১৭ জানুয়ারি শাহবাগ থানায় মামলাও করেন। এরই জেরে দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/০৭ফেব্রুয়ারি/এসকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জয়পুরহাটে জামিন নিতে গিয়ে কারাগারে দুই আ. লীগ নেতা
সামিট-ইউনাইটেডসহ ১৫৮ বিদ্যুৎকেন্দ্রের নথি নিল দুদক, ক্যাপাসিটি চার্জের নামে লুটপাট ১ লাখ কোটি
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে উদ্বিগ্ন ভারত
নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে: আমির খসরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা