হঠাৎ অনেক দেশে টুইটার ডাউন

প্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৬

বিশ্বের বেশ কয়েকটি দেশে হঠাৎ করে টুইটার ডাউন হয়েছে। এর ফলে কোটি ব্যবহারকারী সমস্যায় পড়েছেন।

বৃহস্পতিবার সকালে টুইটার সাপোর্ট সেন্টার থেকে এক বার্তায় তথ্য নিশ্চিত করা হয়। ইলন মাস্ক টুইটারের সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম এ সমস্যা হলো।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়, গত বছর টুইটারের দায়িত্ব নেওয়ার পর দুই-তৃতীয়াংশ কর্মচারীকে বরখাস্ত করেন ইলন মাস্ক। কর্মী সংকটের কারণেই সুষ্ঠ পরিষেবা ব্যহত হচ্ছে।

ব্যবহারকারীদের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যমটি জানায়, টুইট করার পর অনেকে ‘টাইম আউট’ বার্তা পাচ্ছেন। এতে বলা হচ্ছে ‘আপনি টুইট করার সময় সীমা অতিক্রম করেছেন’। এছাড়াও ব্যবহারকারীরা সরাসরি বার্তা পাঠাতে ও ফলো করতে এবং কনটেন্ট পোস্ট করতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। অনেকে জানিয়েছেন সাইট রিফ্রেশ করার পরও, পুরানো টুইট স্ক্রিনে উঠে আসছে।

(ঢাকাটাইমস/০৯ফেব্রুয়ারি/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :