মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

মানিকগঞ্জের হরিরামপুরে ইট ভাঙার মেশিন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একজন নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার কান্ঠাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলাল মোল্লা (৫৬) উপজেলার চালা ইউনিয়নের দিয়াপাড় গ্রামের মৃত তারা মোল্লার ছেলে। আহতরা হলেন, চালা ইউনিয়নের দিয়াপাড় গ্রামের মো. ইউসুফ (৩৮), বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের রাব্বি (২৭) ও মো. ফরিদ (৩৫)।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ইটভাঙার মেশিনটি নিয়ে পিপুলিয়া যাওয়ার পথে কান্ঠাপাড়া এলাকার নেপাল হালদারের বাড়ির সামনে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সড়কে উল্টে যায়। গুরুতর আহত অবস্থায় শ্রমিক হেলাল মোল্লাকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।’
(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এআর)

মন্তব্য করুন