শিবগঞ্জের হত্যা মামলার আসামি বনশ্রী থেকে গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকার একটি আলোচিত হত্যা মামলার পলাতক আসামি মো. আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার করেছে র্যাব-৩।
সোমবার রাত ১১টার দিকে রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত আব্দুল কুদ্দুস চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার মোছা. রেখা বেগম হত্যা মামলার পলাতক আসামি। তিনি শিবগঞ্জের বহলাবাড়ী গ্রামের মৃত কয়েশ উদ্দিনের ছেলে।
আব্দুল কুদ্দুসের বরাত দিয়ে র্যাব-৩ এর অধিনায়ক জানান, গ্রেপ্তারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধ স্বীকার করেছেন। তিনি মোছা. রেখা বেগমকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেন। পরবর্তীতে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তিনি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিলেন।
ঢাকাটাইমস/১৪ ফেব্রুয়ারি/এএ

মন্তব্য করুন