নড়াইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৭
অ- অ+

নড়াইলের নাড়াগাতী থানা পুলিশ বল্লাহাটি মোড় থেকে ১৫ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. সিপন মোল্যাকে (২৫) আটক করেছে পুলিশ। তিনি নড়াগাতী থানার বল্লাহাটি গ্রামের ইউছুফ মোল্যার ছেলে।

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার এসআই মো. জয়নাল আবেদিন এএসআই মো. আমিনুর ইসলাম সহ সঙ্গীয়র্ফোস পহরডাঙ্গা ইউনিয়নের বল্লাহাটি মোড় নামক এলাকায় সকাল সাড়ে ৭টার দিকে অভিযান পরিচালনা করে বল্লাহাটি গ্রামের কুখ্যাত মাদক ব্যাবসায়ী মো. সিপনকে আটক করে। এসময় তার কাছ থাকা ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায় মাদক ব্যাবসায়ী সিপন দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছে। আটক হওয়ার পরে এলাকাবাসি আনন্দ উল্লাস করে এবং নড়াগাতি থানা পুলিশকে ধন্যবাদ জানান।

এ বিষয়ে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা বলেন, সিপন দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো। পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন স্যারের নির্দেশনায় নড়াগাতি থানা এলাকা মাদকমুক্ত করার অংশ হিসাবে অভিযান পরিচালনা করে ১৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে।

তার বিরূদ্ধে মাদক আইনে মামলা পূর্বক নড়াইল আদালতে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
ডিবি হারুন ধরাছোঁয়ার বাইরেই থাকলো?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা