ফরিদপুরে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১৩
অ- অ+

‘রুখব দুর্নীতি, গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ’-এই স্লোগানকে ধারণ করে ফরিদপুরে বিভিন্ন সেবাবঞ্চিত ও হয়রানির শিকার নাগরিকদের সরাসরি অভিযোগের গণশুনানির সভা অনুষ্ঠিত হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের আয়োজনে বুধবার সকাল ৯টায় জেলা পরিষদের কবি জসীম উদ্দীন হলে সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে সেবা পেতে হয়রানি বা ঘুষ, দুর্নীতির শিকার সেবাপ্রত্যাশী জনসাধারণ এবং সেবাপ্রদানকারী সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে এ গণশুনানি সভা হয়।

গণশুনানি অনুষ্ঠানে বিভিন্ন অভিযোগ শুনে তাৎক্ষণিক অভিযোগের বিষয় নিয়ে তাৎক্ষণিক সমাধান দেওয়া হয়েছে। কিছু অভিযোগ সমাধানের জন্য আট-১০দিন সময় চাওয়া হয়েছে। যেগুলো কিছুটা জটিল, সেসব সমাধানের জন্য এক মাস সময় নেওয়া হয়েছে।

অভিযোগের মধ্যে ছিল- বিআরটিএর হয়রানি, সরকারি রাজেন্দ্র কলেজের বিভিন্ন অনিয়ম, প্রাথমিক শিক্ষা অফিসের দুর্নীতি, ভূমি অফিস, সেটেলমেন্ট অফিসের অনিয়মসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের সেবাগ্রহিতাদের হয়রানি ও দুর্নীতির বিষয়।

ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সঞ্চালনায় গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- দুর্নীতি দমন কমিশনের সচিব মাহবুব হোসেন।

এছাড়াও ঢাকা বিভাগের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম, দুদকের মহাপরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) আক্তার হোসেন, ফরিদপুর পুলিশ সুপার মো. শাহজাহান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মো. শাহজাহান।

এসময় উপস্থিত ছিলেন- ফরিদপুর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ লিটন আলী, বিপুল চন্দ্র দাস, পৌর মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসানসহ সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধিসহ বিশিষ্ট নাগরিকরা।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা