প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান দোলনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৫২ | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩৯

ফরিদপুরের আলফাডাঙ্গার আরও আরও উন্নয়নে ঐক্যের বার্তা দিলেন এখানকার মা-মাটি-মানুষের নেতা মোহাম্মদ আরিফুর রহমান দোলন। এই অঞ্চলের উন্নয়নে হানাহানি, ভেদাভেদ, বিদ্বেষ ও হিংসা পরিহার করে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বানও রেখেছেন তিনি।

প্রপিতামহ কাঞ্চন মুন্সী প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কামারগ্রাম কাঞ্চন একাডেমীর দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বৃহস্পতিবার তিনি একথা বলেন।

আরিফুর রহমান দোলন কামারগ্রাম কাঞ্চন একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি, সমাজ সেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। অনুষ্ঠানে তিনি সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও সাবেক জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান মো. আছাদুজ্জামান মিয়া। পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ কপিরাইট অফিসের রেজিস্ট্রার (যুগ্ম সচিব) মো. দাউদ মিয়া।

আরিফুর রহমান দোলন বলেন, ‘কাঞ্চন একাডেমির মাঠে আমরা আজ কথা বলতে পারছি কারণ এই অঞ্চলে কাঞ্চন মুন্সী জন্ম নিয়েছিলেন। এখানকার মানুষের জীবন পরিবর্তনে তিনি নিজেকে উৎসর্গ করেছেন।’

কামারগ্রাম তথা আলফাডাঙ্গার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান দৈনিক ঢাকা টাইমস ও ঢাকা টাইমস টোয়েন্টি ফোর ডট কমের প্রকাশক ও সম্পাদক আরিফুর রহমান।

তিনি বলেন, ‘আজকে গ্রাম হচ্ছে শহর। এই অঞ্চল শহর হয়েই গেছে। কামারগ্রামে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হয়েছে। এই যে কলেজ, কাঞ্চন একাডেমি, রাস্তা-ঘাট, অবকাঠামোগত উন্নয়ন, সবই স্মার্ট বাংলাদেশ গড়ার উন্নয়ন। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ স্লোগানকে স্বার্থকভাবে পরিণত করার জন্য এই অঞ্চল এগিয়ে যাচ্ছে।’

প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে দোলন বলেন, ‘শুধু শিক্ষা লাভ করলেই হবে না। শৃঙ্খল হতে হবে। নৈতিক শিক্ষায়ও শিক্ষিত হতে হবে। হানাহানি, ভেদাভেদ, বিদ্বেষ, হিংসা পরিহার করতে হবে।’

আরিফুর রহমান দোলন বলেন, ‘আসাদুজ্জামান মিয়া ও আরিফুর রহমান দোলন এক এবং ঐক্যবদ্ধ। এই এলাকার উন্নয়নের জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, ইনশাল্লাহ।’

‘যারা অনৈক্য সৃষ্টি করতে চান, তারা এই দুঃস্বপ্নও দেখবেন না। আমরা এই অঞ্চলকে সোনার অঞ্চল পরিণত করব, শেখ হাসিনার হাতকে ঐক্যবদ্ধভাবে শক্তিশালী করব। কোনো কুচক্রীকে আমরা সফল হতে দেব না।’

কাঞ্চন মুন্সী একাডেমির অনুষ্ঠান ঐক্যের বার্তা বহন করছে উল্লেখ করে দোলন আরও বলেন, ‘এই অঞ্চলকে আমরা শিক্ষায়, সংস্কৃতিতে এবং সৎভাবে আরও এগিয়ে নিয়ে যাব। আপনারা কেউ হানাহানি, বিদ্বেষ ও অনৈক্যকে প্রশ্রয় দেবেন না।

এসময় তিনি আগামী মার্চ মাসে আরও একটি বড় অনুষ্ঠানের আয়োজনের পাশাপাশি বাচ্চাদের জন্য একটি শিশু মেলা আয়োজনের ঘোষণা দেন।

প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান মিয়া বলেন, ‘আমাদের সকলের অতিপ্রিয় মরহুম কাঞ্চন মুন্সীর প্রোপৌত্র আরিফুর রহমান দোলন। এই দোলন কিন্তু জাতীয় পর্যায়ে অনেক বড় পর্যায়ের মানুষ।’

‘বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিকদের মধ্যে দোলন একজন। যার লেখনির মধ্যে যাদু আছে। জাতীয় পর্যায়ে এরকম একজন মানুষকে নিয়ে আমরা গর্ব করতে পারি।’

তিনি আরও বলেন, ‘দোলন কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা করে এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য অবিরাম আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছেন। আমাদের সামনে দাঁড়িয়ে আছে যে টিটিসি, সেটা অনেক উপজেলাতেও হয়নি। কিন্তু কামারগ্রামে এটা হয়েছে দোলনের হাত ধরে।’

কামারগ্রাম টিটিসির মাধ্যমে এলাকা আলোকিত হবে মন্তব্য করে আসাদুজ্জমান মিয়া আরও বলেন, ‘মানুষের ভাগ্যের চাকা খুলে যাবে। এই এলাকার উন্নয়নের জন্য মাইলফলক হচ্ছে এই টিটিসি। আমি আরিফুর রহমান দোলনকে গ্রামবাসীর পক্ষ থেকে, এত্র এলকার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব খিজির আহমেদ, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সাজিদ হোসেন, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মনিয়ার রহমান, যমুনা ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবুল হাসান মিয়া।

উল্লেখ্য, আলফাডাঙ্গার কামারগ্রামে ১৯৩৭ সালে কাঞ্চন একাডেমী প্রতিষ্ঠা করেন প্রয়াত কাঞ্চন মুন্সী। তাঁর হাতে আলফাডাঙ্গায় প্রথম শিক্ষাপ্রতিষ্ঠানটি গড়ে ওঠা ছাড়াও ওই অঞ্চলে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, দাতব্য চিকিৎসালয়সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানও প্রতিষ্ঠা করে গেছেন তিনি। প্রপিতামহ কাঞ্চন মুন্সীর ধারাবাহিকতায় আরিফুর রহমান দোলনও এই অঞ্চলে শিক্ষা, সমাজসেবা ও উন্নয়নমূলক কাজে নিরলস অবদান রেখে চলেছেন।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :