আগুনে পুড়ে প্রাণ গেল গৃহবধূর

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩৬
অ- অ+

মাদারীপুরের কালকিনিতে রান্না করতে গিয়ে আগুনে পুড়ে সীমা বেগম (৩৬) নামে এক গৃহবধূর মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। শুক্রবার দুপু‌রে তার মৃত্যু হয়।

নিহত ওই গৃহবধূ উপজেলার কয়ারিয়া এলাকার চরআলিমাবাদ গ্রামের কৃষক সলেমান ফকিরের স্ত্রী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত ১৮ জানুয়ারি দুপুরে গৃহবধূ সীমা বেগম ভাত রান্না করতে গিয়ে তার পরিহিত কাপড়ের আঁচলে আগুন লেগে শরীর পুড়ে গুরুতর আহত হন। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

উপজেলার কয়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূর মোহাম্মদ মোল্লা বলেন, বিষয়টি খুব দুঃখজনক। ছোট ছোট সন্তান রেখে আগুনে পুড়ে সীমা বেগমের অকালে মৃত্যু হয়েছে।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘হিজড়া জনগোষ্ঠীকে মানবসম্পদে রূপান্তরের কোনো বিকল্প নেই’
আইইউবিএটি’র প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম. আলিমউল্যা মিয়ানের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনসিসি ব্যাংকের সমঝোতা স্মারক
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা