‘কাশিমপুর কারাগারে পর্যাপ্ত চিকিৎসক ও সাইকোলজিস্ট নেই’

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে প্রয়োজনীয় চিকিৎসক, সাইকোলজিস্ট নেই। কারাগারকে আরও বেশি সমৃদ্ধ করে সংশোধনাগার করতে হলে এগুলো অবশ্যই নিশ্চিত করতে হবে।
রবিবার বিকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
এর আগে বেলা সাড়ে ১১টায় কারাগার পরিদর্শনে আসেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান।
মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, যারা অপরাধের কারণে কারা অভ্যন্তরে রয়েছে-তাদের জন্য পরিশোধনের ব্যবস্থা থাকা দরকার। যেন তারা পরিপূর্ণ অনুসূচনা নিয়ে কারাগার থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে, মানুষের জন্য কিছু করতে পারে। কারাগারে নারী মাদক ব্যবসায়ীর সংখ্যা অধিক হওয়ায় উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রের এদিকে আরও গভীর মনোযোগ দিয়ে মাদক নিয়ন্ত্রণে কাজ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন- জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য মো.সেলিম রেজা, পরিচালক আশরাফুল আলম, উপ-পরিচালক কাজী আরফান আশিক, এম রবিউল ইসলাম প্রমুখ।
(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এলএ)

মন্তব্য করুন