২০২৭ সাল পর্যন্ত ডিআরএস আনল বিসিবি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৮

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এলেই যেন ডিআরএস নিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার সেই সমস্যার সমাধান করল বিসিবি। শুধু বিপিএলই নয়, আন্তর্জাতিক ক্রিকেট থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেটের জন্যও ২০২৭ সাল পযর্ন্ত ডিআরএস আনা হয়েছে। আর সেটা আসন্ন ইংল্যান্ড সিরিজ থেকেই।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী মোহাম্মদ নিজামউদ্দিন এক বিবৃতির মাধ্যমে এমন তথ্যই নিশ্চিত করেছেন।

এখন থেকে আন্তর্জাতিক ম্যাচ থেকে শুরু করে ঘরোয়া যেসব ক্রিকেট টেলিভিশনে সম্প্রচার করা হবে, সেসব ম্যাচে ডিআরএস সিস্টেম থাকবে। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন আজ(সোমবার) এমন খবরই দিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘যারা ডিআরএস সিস্টেম চালান, তাদের সঙ্গে একটা দীর্ঘমেয়াদে চুক্তি করব আমরা। যাতে এখন থেকে আমাদের ঘরের মাঠে যে সব আসরের খেলা টিভিতে দেখানো হবে, সেখানেও ডিআরএস থাকে।’

আসন্ন দিনগুলোতে ডিআরএস সম্পর্কিত কোনো সমস্যা থাকবে না জানিয়ে প্রধান নির্বাহী বলেন,‘ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে তো থাকছেই, সেই সঙ্গে আগামী চার বছর বিপিএলেও ডিআরএস নিয়ে কোনো প্রকার বেগ পেতে হবে না। একটা বিষয় কি আগেও ডিআরএস ছাড়াই আইসিসি ইভেন্ট হয়েছে। কিন্তু এই প্রযুক্তি আসার পর আইসিসি বাধ্যতামূলক করেছে। ঘরোয়া ক্রিকেটে আনার প্রচেষ্টায় ছিলাম। অতপর সক্ষম হয়েছি।’

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :