বগুড়ায় চার ব্যাগভর্তি মানুষের কঙ্কালসহ আটক ২

শেরপুর (বগুড়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২৩, ২১:৩২
অ- অ+

বগুড়ার শেরপুর থেকে মানুষের কঙ্কাল সরিয়ে ফেলার চেষ্টাকালে চার ব্যাগভর্তি কঙ্কালের ৪৪০ টুকরোসহ দুজনকে আটক করেছে পুলিশ।

বুধবার সকাল ৮টার দিকে ঘোগা বটতলায় পুলিশের চেকপোস্টে মানুষের কঙ্কালসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার গামারিয়া গ্রামের মনো মিয়ার ছেলে রাদেশ খান (২৪) ও পশ্চিশ গাড়ারিায় গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে বেলাল হোসেন (২৬)।

শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের বনমরিচা এলাকায় রাশেদের শ্বশুরবাড়ি। তিনি ভোরে শ্বশুরবাড়ি সারিয়াকান্দি গিয়ে একজনের কাছে থেকে কঙ্কালের ব্যাগগুলো নিয়ে শেরপুর আসেন। শেরপুর বাসস্ট্যান্ড হতে ঢাকার একটি বাসে উঠেন। শেরপুর থানা পুলিশ ও বগুড়া মাদকদ্রব্যের টিম একটি মাদকদ্রব্য ধরার জন্য ঘোগাবটতলা এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় ঢাকাগামী একটি বাস থেকে ৪ ব্যাগভর্তি কঙ্কালের ৪৪০ টুকরো হাড়সহ তাদের আটক করা হয়।

এ বিষয়ে শেরপুর থানার ওসি আতাউর রহমান খোন্দকার জানান, ৪ ব্যাগভর্তি কঙ্কালের ৪৪০ টুকরো হাড়সহ দুজনকে আটক করা হয়েছে।

(ঢাকাটাইমস/০১মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আখাউড়ায় কৃষিজমির মাটি যাচ্ছে ইটভাটায়
প্লোক্লেমেশন নয় গণঅভ্যুত্থান নিয়ে ডিক্লারেশন চায় ১২ দলীয় জোট : জামাল হায়দার
বিদেশে পাচারের উদ্দেশে কিশোরীকে অপহরণ, গ্রেপ্তার ৩
শরীয়তপুরে পদ্মা নদী থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা