চিরিরবন্দরে ট্রাক্টরের ধাক্কায় নারীর মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক্টরের ধাক্কায় জাকিয়া আক্তার (৩৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রাণীরবন্দর-চিরিরবন্দরের আঞ্চলিক সড়ক আন্ধারমুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকিয়া আক্তার চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের বিন্যাকুড়ি বাজার সংলগ্ন দক্ষিণ নগর চেমাপাড়ার আনোয়ার হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, জাকিয়া ও তার স্বামী আনোয়ার হোসেন বিন্যাকুড়ি হইতে জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য সাইকেলে চিরিরবন্দর উপজেলা পরিষদে নির্বাচন অফিস যাওয়ার উদ্দেশে রওনা দেয়। পথে আন্ধারমুহা বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি ইটবোঝাই দ্রুতগতির ট্রাক্টর ধাক্কা দেয়। এতে তারা চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই জাকিয়ার মৃত্যু হয়। এ সময় তার স্বামী আনোয়ার হোসেন ও অন্য এক পথচারী আহত হয়। সে সময় ঘাতক ট্রাক্টরের চালক ও হেলপার সেখান থেকে পালিয়ে যায়।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রশিদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/০২মার্চ/এসএ)

মন্তব্য করুন