বিসিবির ভেন্যু পুনর্বহালের দাবিতে বগুড়া জেলা প্রেসক্লাবের গণস্বাক্ষর

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ মার্চ ২০২৩, ২১:০২
অ- অ+

উত্তরাঞ্চলের একমাত্র আন্তর্জাতিকমানের শহীদ চান্দু স্টেডিয়ামে বিসিবির ভেন্যু পুনর্বহালের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার দুপুরে শহরের সাতমাথায় দুই দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের বাবা মাহবুব হাবীব তারা ও প্রাক্তন ক্রীড়াবিদ ডা. সামির হোসেন মিশু।

সম্মানিত অতিথি হিসেবে এ সময় ছিলেন- সাপ্তাহিক সূর্য্যতোরণ পত্রিকার সম্পাদক ও নারী উদ্যোক্তা তাহমিনা পারভীন শ্যামলী।

বগুড়া জেলা প্রেসক্লাব এ কর্মসূচির আয়োজন করে। সংগৃহীত গণস্বাক্ষর সংগ্রহ শেষে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।

এ সময় উপস্থিত ছিলেন- বগুড়া জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিবুর রহমান বিলু, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, যুগ্ম সম্পাদক মোস্তফা সবুজ, দপ্তর সম্পাদক আতিকুর রহমান আতিক, অর্থ সম্পাদক আসাফ-উদ-দৌলা নিওন, ক্রীড়া সম্পাদক শাহজাহান আলী বাবু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জুম্মান সাদিক জ্যাভলিন, নির্বাহী সদস্য হেদায়তুল ইসলাম বাবু, জোজিফ হোসেন প্রতীক, রবিউল ইসলামসহ আরও অনেকে।

(ঢাকাটাইমস/০৫মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক নেতাসহ গ্রেপ্তার ২
এনবিআরের চার জ্যেষ্ঠ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার 
মোংলায় কোস্ট গার্ডের দুর্যোগকালীন উদ্ধার ও অগ্নি নির্বাপণী প্রশিক্ষণ কার্যক্রম
গণতন্ত্রের স্বার্থে বিএনপি অনেক ছাড় দিয়েছে ঐকমত্য কমিশনে: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা