যান্ত্রিক ত্রুটির কারণে কিউবায় জরুরি অবতরণ মার্কিন বিমানের
ঢাকা টাইমস ডেস্ক
প্রকাশিত : ০৬ মার্চ ২০২৩, ১৩:৪৯

ইঞ্জিনে ত্রুটির কারনে কিউবায় জরুরি অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের একটি বিমান। ফ্লাইটটি হাভানা থেকে ফ্লোরিডা যাচ্ছিল।
কিউবান কর্তৃপক্ষ ‘ক্যাকসা’ জানিয়েছে, ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়ায় ফোর্ট লডারডেলের উদ্দেশে উড্ডয়নের পরেই এটি হাভানায় ফিরে আসে। এতে কেউ হতাহত হয়নি।
তবে বিমানটিতে কতোজন আরোহী ছিল সে সম্পর্কে কর্তৃপক্ষ কিছু জানায়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে এয়ারলাইন কর্তৃপক্ষও এ বিষয়ে কিছু বলেনি। তদন্ত শুরু হয়েছে বলে কিউবান কর্তৃপক্ষ জানিয়েছে।
(ঢাকাটাইমস/০৬মার্চ/ডিএম)

মন্তব্য করুন