পশ্চিমাদের বিরুদ্ধে সরাসরি সংঘাতে যাবে না রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ মার্চ ২০২৩, ১৫:৫০| আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৫:৫২
অ- অ+

চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধে পরোক্ষভাবে অনেকটা পশ্চিমাদের বিরুদ্ধেই লড়াই করছে মস্কো। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি বাতিলের পর পশ্চিমাদের বিরুদ্ধে সরাসরি সংঘাতের আশঙ্কা দেখা দেয়; তবে এমন পরিস্থি হবে না বলেই মার্কিন এক গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়। খবর- রয়টার্সের।

এদিকে গত এক বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে সংঘাত চলছে। এ যুদ্ধে ইউক্রেনকে অস্ত্রসহ সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো। এমন অবস্থায় অনেকেই রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের সরাসরি সংঘাতের শঙ্কা প্রকাশ করেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার প্রকাশিত মার্কিন গোয়েন্দাদের অ্যানুয়াল থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্টে বলা হয়, রাশিয়া ‘সম্ভবত যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর সঙ্গে সরাসরি সামরিক সংঘর্ষ চায় না।’

বার্তা সংস্থাটি আরও জানায়, ইউক্রেনে রুশ আগ্রাসনে সৃষ্ট যুদ্ধ এমন একটি ঘটনা, যা পশ্চিমা দের সঙ্গে রাশিয়ার সম্পর্ককে বিস্তৃতভাবে অনিশ্চয়তা সৃষ্টি করেছে।

মার্কিন ওই গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়, ‘রাশিয়ান নেতারা এ পর্যন্ত এমন পদক্ষেপ নেওয়া এড়িয়ে গেছেন, যা ইউক্রেনের সীমানার বাইরে দেশটিতে চলমান সংঘাতকে ছড়িয়ে যেতে পারে। তবে (ইউক্রেনীয় সীমানার বাইরে সংঘাত ছড়িয়ে পড়ার) এই ঝুঁকি উল্লেখযোগ্যভাবে এখনো আছে, তবে তা কম।’

(ঢাকাটাইমস/৯মার্চ/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা