ইত্তিহাদের কাছে হেরে শীর্ষস্থান হারাল রোনালদোর দল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১০ মার্চ ২০২৩, ১৭:০৮

সৌদি প্রো লিগে বৃহস্পতিবার রাতের ম্যাচে হার ঠেকাতে পারল না পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। প্রতিপক্ষের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ১-০ গোল ব্যবধানে হেরেছে শিরোপা প্রত্যাশী ক্লাবটি। আর তাতেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারাল আল নাসর।

এই হারের মাধ্যমে পয়েন্ট টেবিলের দুই নম্বরে নেমেছে রোনালদোর নাসর। ২০ ম্যাচে তাদের সংগ্রহ ৪৬ পয়েন্ট। সমান ম্যাচে নাসরকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে আল ইত্তিহাদ। ৪৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান আল শাবাবের। আর চতুর্থ স্থানে থাকা আল তাউনের সংগ্রহ ৩৪ পয়েন্ট।

কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়াসে অনুষ্ঠিত ম্যাচে বল দখলে খানিকটা পিছিয়ে ছিল আল নাসর। তবে আক্রমণে সমানতালেই খেলে দুদল। পুরো ম্যাচের ৫৮ শতাংশ সময় নিজেদের অধীনে বল ধরে রাখে স্বাগতিক আল ইত্তিহাদ। অন্যদিকে ৪২ শতাংশ সময় নিজেদের অধীনে বল রাখে সফরকারীরা। আর দুদলই অনটার্গেটে তিনটি করে শট নিতে পেরেছে।

সবশেষ চার ম্যাচের সবকটিতেই জিতে উড়ছিল আল-নাসর। দারুণ ফর্মে ছিলেন পর্তুগিজ সুপারস্টার। ক্লাবের হয়ে শেষ চারটি ম্যাচে নিজের ৭ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন দুই গোল। অথচ সৌদি প্রো লিগ শিরোপার দৌড়ের গুরুত্বপূর্ণ ম্যাচে নিষ্প্রভ ছিলেন সিআরসেভেন। অন টার্গেটে মাত্র একটি শট নেন তিনি। পারলেন না দলকে জেতাতে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা চলতে থাকলেও গোল আদায় করতে পারছিলো না কোনো দলই। প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধেও মিলছিল না গোলের দেখা। অতপর ৮০তম মিনিটে জয়সূচক গোলটি করে ইত্তিহাদ। ম্যাচজুড়ে তেমন জোড়ালো সুযোগ সৃষ্টি করতে পারেনি রোনালদোর ক্লাব। হতাশাময় রাতে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান থেকে এক ধাপ নিচে নেমে গেছে আল নাসর। হাই-ভোল্টেজ ম্যাচে হেরে লিগ শিরোপার স্বপ্ন কিছুটা হোঁচট খেয়েছে রোনালদোদের।

(ঢাকাটাইমস/১০মার্চ/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, উদ্বোধনী দিনে মাঠে নামবে বাংলাদেশ

লিটন রান না পেলেও তার কঠোর পরিশ্রমকে গুরুত্বপূর্ণ বললেন ব্যাটিং কোচ

তামিম-হৃদয়ের ব্যাটিং নিয়ে যা বললেন বাংলাদেশের ব্যাটিং কোচ

চট্টগ্রামে বিশ্রামের দিনে ‘পঞ্চপাণ্ডবের’ ছবি পোস্ট করে স্মৃতিকাতর মাহমুদউল্লাহ

একজন টেনিস খেলোয়াড় তৈরি করব, যার জন্য দেশবাসী গর্ব করবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তান-ভারত ম্যাচের টিকিটের দাম বেড়ে দ্বিগুণ!

নিজেদের জয়ের সঙ্গে বার্সেলোনার পরাজয়ে আজই শিরোপা জিতবে রিয়াল

বিশ্বকাপজয়ী ডি মারিয়াকে দলে ভেড়ানোর চেষ্টায় মিয়ামি

জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারানোর ম্যাচে জাকেরের গায়ে উঠল মেরুন জ্যাকেট

এবার বাজারে আসছে মেসির হাইড্রেশন পানীয়

এই বিভাগের সব খবর

শিরোনাম :