অন্যান্য দেশে সরকার হজের জন্য বাজেট রাখে, বাংলাদেশে নেই: হাইকোর্ট

সরকারি ব্যবস্থাপনায় এবার হজের প্যাকেজ মূল্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, বিশ্বের অন্যান্য দেশে হজের জন্য সরকার আলাদা বাজেট রাখে, কিন্তু বাংলাদেশে এটি নেই।
হজের প্যাকেজ মূল্য পুনঃনির্ধারণ চেয়ে করা এক রিটের শুনানিতে মঙ্গলবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। আদালত এ মামলার পরবর্তী শুনানির জন্য আগামীকাল বুধবার দিন নির্ধারণ করেন।
হাইকোর্ট বলেন, ধর্ম মন্ত্রণালয় একটি অথর্ব মন্ত্রণালয়। হজে যাওয়ার জন্য যে প্যাকেজ নির্ধারণ করা হয়েছে তা অমানবিক ও অযৌক্তিক। বিশ্বের অন্যান্য দেশে হজের জন্য সরকার আলাদা বাজেট রাখে, কিন্তু বাংলাদেশে এটি নেই।’
আদালত আরও বলেন, ‘হজের প্যাকেজ মূল্য অনেক বেশি হওয়ায় আমরা হজে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি না। আর গরীব মানুষরা কিভাবে যাবে।’
প্রসঙ্গত, এবার সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে মোট ব্যয় ধরা হয়েছে ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে মাথাপিছু খরচ পড়বে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।
কোটা অনুযায়ী এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বাকিরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে গত রবিবার পর্যন্ত ৮০ হাজারের বেশি ব্যক্তি নিবন্ধন করেছেন।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ হতে পারে।
(ঢাকাটাইমস/১৪মার্চ/ডিএম)
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ

পদ্মায় নিখোঁজ দুই ছাত্রের মধ্যে একজনের লাশ উদ্ধার

আইসিইউতে সিরাজুল আলম খান

পদ্মা নদীতে গোসলে নেমে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিখোঁজ

যারা গাড়ি ভাঙচুর করেন, মামলা আছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে আঙ্কারা পৌঁছেছেন রাষ্ট্রপতি

বাজেট গরিববান্ধব গণমুখী, সমালোচনা গৎবাঁধা: তথ্যমন্ত্রী

বিএনপি বাজেট দিত ভিক্ষার টাকায়: আইনমন্ত্রী

এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে আঙ্কারা গেছেন রাষ্ট্রপতি

জুনে কম বৃষ্টির সম্ভাবনা, অব্যাহত থাকতে পারে তাপদাহের দাপট
