ভারতে উর্দুকেও সমান মর্যাদা দেওয়ার দাবি গীতিকার জাভেদ আখতারের

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ মার্চ ২০২৩, ১৭:৩২

বলিউডের কিংবদন্তি গীতিকার ও কবি জাভেদ আখতার এবং তার স্ত্রী অভিনেত্রী শাবানা আজমি মিলে একটি উর্দু কবিতার অ্যালবাম প্রকাশ করেছেন সম্প্রতি। অ্যালবামের নাম দিয়েছেন ‘শায়রানা সারতাজ’। এই অ্যালবাম লঞ্চের অনুষ্ঠানে গীতিকার জানালেন উর্দুর গুরুত্ব কী আর কতটা।

জাভেদ আখতার বলেন, ‘উর্দু ভাষার জন্মস্থান ভারতে। এটা পাকিস্তান বা মিশর থেকে আসেনি। এটা আমাদের ভাষা, দেশের ভাষা। এটা ভারতের বাইরে কোথাও বলা হয় না। পাকিস্তান ভারত থেকে আলাদা হওয়ার পরই এসেছে। তার আগে তো এটা ভারতেরই অঙ্গ ছিল।’

জাভেদ আখতার আরও বলেন, ‘পাঞ্জাবের একটি বড় ভূমিকা আছে উর্দুতে। এটা ভারতেরই একটি ভাষা। আপনি এই ভাষা কেন ছেড়ে দিচ্ছেন, স্রেফ দেশ ভাগের কারণে? পাকিস্তানের কারণে? উর্দুকেও সমান মর্যাদা ও গুরুত্ব দেওয়া উচিত।’

গীতিকার মনে করিয়ে দেন, ‘আগে তো কেবল হিন্দুস্তান ছিল। পাকিস্তান হিন্দুস্তানের থেকেই জন্মেছে। পাকিস্তান তো এখন বলে কাশ্মীর তাদের, সেটা কি আমরা বিশ্বাস করি? আমার মনে হয় উত্তরটা না। তেমন ভাবেই উর্দু হলো একটি হিন্দুস্তানি ভাষা। আর সেটা তাই থাকবে।’

জাভেদ আখতারের মতে, ‘আজকাল আমরা ইংরেজির উপর বেশি জোর দিচ্ছি। তবে আমাদের হিন্দি ভাষায় কথা বলা উচিত, এটা আমাদের রাষ্ট্র ভাষা। ভাষার সঙ্গে ধর্মের যোগ নেই, জায়গার যোগ আছে। তেমন হলে গোটা ইউরোপ একটা ভাষাতেই কথা বলতো।’

কিছুদিন আগে পাকিস্তানে বসে সেদেশের ব্যাপারে বিতর্কিত মন্তব্য করেন জাভেদ আখতার। দাবি করেন ২৬/১১’র সন্ত্রাসবাদীরা এখনো পাকিস্তানে ঘুরে বেড়াচ্ছে। তার সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সমাদৃত হয় ভারতীয়দের কাছে। তবে বহু পাকিস্তানি শিল্পীরা এর কড়া সমালোচনা করেন।

(ঢাকাটাইমস/১৪মার্চ/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :