বন্যপাখির গোডাউনে বনবিভাগের অভিযান, ২৭টি দেশি পাখি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মার্চ ২০২৩, ১১:৪১| আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১১:৪৪
অ- অ+

দীর্ঘদিন ধরে অনলাইন, অফলাইনে এবং মিরপুরসহ রাজধানীর বিভিন্ন বাজারে দেশীয় বন্যপ্রাণী ক্রয়-বিক্রয় করে আসছেন মাসুদ রানা। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার মিরপুর-১৩ নম্বরে মাসুদের পাখির গোডাউনে অভিযান চালায় বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট (ডব্লিউসিসিইউ)।

ডব্লিউসিসিইউ পরিচালক সানাউল্লাহ পাটোয়ারির নেতৃত্বে মাসুদের গোডাউনে চালিয়ে ২৭টি দেশীয় বন্যপ্রাণী জব্দ করা হয়, যার মধ্যে রয়েছে উদয়ী রাজঘুঘু ৮টি, লালমাথা টিয়া ১টি, চন্দনা টিয়া ৩টি এবং টিয়া ১৫টি।

অভিযান শেষে পাখিগুলো জনসম্মুখে আকাশে অবমুক্ত করা হয়।

এ বিষয়ে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক নার্গিস সুলতানা ঢাকা টাইমসকে বলেন, ‘দীর্ঘদিন ধরে মাসুদ দেশি বিভিন্ন প্রজাতির পাখি ক্রয় বিক্রয় করে আসছে। এ বিষয়ে বেশকিছু অভিযোগ বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট থাকলেও সুনির্দিষ্ট প্রমাণের অভাবে মাসুদ ধরাছোঁয়ার বাইরে থাকতো। অবশেষে তার গোডাউনে অভিযান চালানো হয়।’

তিনি বলেন, ‘আমরা অভিযান পরিচালনা করতে গেলেও সেসময় মাসুদ আমাদের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়।’

তার বিরুদ্ধে পিওআর মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

জানা যায়, ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালিয়ে মাসুদ রানা দেশব্যাপী পাখি বিক্রয় করে থাকেন। এছাড়া রাজধানীর মিরপুরের পাখির হাটে তিনি দীর্ঘদিন ধরে দেশি পাখি বিক্রি করে আসছেন।

(ঢাকাটাইমস/১৬মার্চ/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা