সায়েন্সল্যাব এলাকায় বিস্ফোরণ: প্রাণ হারালেন দগ্ধ আরও একজন

রাজধানীর নিউ মার্কেট থানার সায়েন্সল্যাব এলাকায় সম্প্রতি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজন মারা গেছেন। নিহতের নাম জহুর আলী (৫৬)। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে পাঁচজন।
বৃহস্পতিবার সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, জহুর আলীর শরীরের ৪৪ শতাংশ দগ্ধ হয়েছিল।
তিনি জানান, নিহত জহুর আলীর বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার চরন্দাদিয়া গ্রামে। তিনি প্রয়াত মোকাদ্দাস মণ্ডলের ছেলে।
প্রসঙ্গত, গত ৫ মার্চ সকালে সায়েন্সল্যাব এলাকায় তিনতলায় ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অফিসে মূলত বিস্ফোরণের ঘটনা ঘটে।
(ঢাকাটাইমস/১৬মার্চ/এসএম)

মন্তব্য করুন