রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ মার্চ ২০২৩, ১১:১৪
অ- অ+

রাজধানীর রমনা ও মাতুয়াইল এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছে।

রমনায় নিহত যুবকের নাম আব্দুল্লাহ লিমন (৩০)। তার বাড়ি গ্রামের বাড়ি মানিকগঞ্জে। তিনি নারায়ণগঞ্জের গলাচিপা কলেজ রোডে থাকতেন। চাষাড়ায বালুর মাঠ এলাকায় তার ব্যাটারির ডিলারশিপের ব্যবসা রয়েছে।

মাতুয়াইল নিহত যুবকের নামপরিচয় জানা যায়নি।

রমনা থানার ওসি আবুল হাসান জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে রমনা এলাকায় বিচারপতিদের বাসভবনের সামনে একটি ট্রাক লিমনের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লিমন মিরপুরে এক বন্ধুর বিয়ের অনুষ্ঠান থেকে মোটরসাইকেলে নারায়ণগঞ্জ ফিরছিলেন বলে জানান ওসি।

পুলিশ ট্রাকটি জব্দ এবং চালককে আটক করেছে।

এদিকে শুক্রবার ভোর ৪টার দিকে মাতুয়াইল ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনায় মারা যান আরও এক যুবক।

পুলিশ তাৎক্ষণিকভাবে তার নামপরিচয় জানতে পারেনি। আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবকের পরনে কালো টাউজার ও কালো গেঞ্জি ছিল।

যাত্রাবাড়ী থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, মাতুয়াইলে রাজধানী ফিলিং স্টেশনের সামনে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত মারা যান ওই যুবক।

(ঢাকাটাইমস/১৭মার্চ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে ১৪ জন আটক
ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ
তাপপ্রবাহ থেকে সুরক্ষিত থাকতে যেসব নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর
ঢাকাসহ ৫৬ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আট জেলায় তীব্র
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা