নড়াইলে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন, ক্লাস বর্জন

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মার্চ ২০২৩, ১৯:৫৮
অ- অ+

নড়াইল সদরের মিরাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব হোসেনের স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, শিক্ষার্থীদের মারপিটসহ বিভিন্ন অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী ও এলাকাবাসীর আয়োজনে রবিবার দুপুরে বিদ্যালয় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এদিকে, সকাল থেকেই বন্ধ রয়েছে বিদ্যালয়ের পাঠদান। শিক্ষার্থীরা ক্লাস করেনি।

অন্যদিকে মানববন্ধনে বক্তব্য রাখেন- মিরাপাড়া এলাকার পান্না লাল রায়, আলী আহমেদ সিকদার, আক্তার শেখ, রশিদ মোল্যা, ইউপি সদস্য আনিচ শেখ, মান্নান মোল্যাসহ অনেকে।

বক্তারা বলেন, প্রধান শিক্ষক আইয়ুব হোসেনের বিরুদ্ধে নানাবিধ অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার, দীর্ঘদিন ম্যানেজিং কমিটি নির্বাচন না দেয়া, এলাকাবাসীকে অবজ্ঞা করে বিদ্যালয়ে ক্রীড়া অনুষ্ঠান করাসহ ছাত্রছাত্রীদের মারপিট করার অভিযোগ বরেছে। প্রধান শিক্ষককে অপসারণ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার দাবি করেন বক্তারা। অন্যথায় ছেলে-মেয়েদের বিদ্যালয়ে না পাঠানোর কথা বলেন তারা। সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত ছেলে-মেয়েদের ক্লাস বর্জন চলবে বলে জানান অভিভাবকরা।

এদিকে, সকাল থেকেই বিদ্যালয়ে আসেননি প্রধান শিক্ষক আইয়ুব হোসেন। তবে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

(ঢাকাটাইমস/১৯মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
ক্ষমতার জন্য বিএনপি রাজনীতি করে না: আমিনুল হক 
দেশে এক দিনে বজ্রপাতে শিশুসহ ১০ মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা