সড়ক দুর্ঘটনা না কমায় যাদের দায় দেখছেন তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ মার্চ ২০২৩, ১৬:৪০ | প্রকাশিত : ২০ মার্চ ২০২৩, ১৫:৫৯

দেশে সড়ক দুর্ঘটনা না কমার পেছনে চালকদের সঙ্গে পরিবহন মালিকদেরও দায় দেখছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বলেন, ‘চালকদের সংগঠনের সঙ্গে পরিবহন মালিকরাও জড়িত। তাদের যে একটা নেক্সাস এই কারণেই দুর্ঘটনা কমানো যাচ্ছে না, বরং বাড়ছে। এটা উদ্বেগজনক। এদের কারণেই সড়ক দুর্ঘটনা কমাতে শাস্তি দেওয়া যাচ্ছে না।’

সোমবার ঢাকার কাকরাইলে তথ্য ভবনে সড়ক নিরাপত্তা রিপোর্টিং সেমিনার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘সড়ক দুর্ঘটনা বন্ধে সম্মিলিত প্রচেষ্টা ও উদ্যোগ দরকার। অথবা বিআরটিএর নেক্সাস যেটা আছে সেটা বন্ধ করতে হবে। এর সঙ্গে যে সকল পুলিশ সদস্য জড়িত এবং মদদে যারা আছে তাদেরকেও চিহ্নিত করতে হবে।’

‘একইসঙ্গে আমাদের নাগরিকদের জন্য যে আইন আছে তা মেনে চলতে হবে। ফুটওভার ব্রিজ আছে কিন্তু সেখান দিয়ে না গিয়ে রাস্তায় দিয়ে পারাপার হচ্ছে। অনেক শিক্ষিত লোক আছে আইন না মেনে রাস্তা দিয়ে পারাপার হয়। এদেরকে জরিমানা করে টিভিতে দেখিয়ে দিলে তাহলে আর কেউ পার হবে না।’

একটা সড়ক দুর্ঘটনায় গোটা পরিবারকে পঙ্গু করে দেয় উল্লেখ করে এজন্য সকলেরই সচেতন হওয়ার বিষয়ে তাগিদ দেন হাছান মাহমুদ।

মাদারীপুরের শিবচরের এক্সপ্রেসওয়েতে রবিবাররে ভয়াবহ দুর্ঘটনার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘মাদারীপুর সড়ক দুর্ঘটনা হয়েছে তার কারণ হচ্ছে চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালাচ্ছিল। এছাড়া এই গাড়ির চলার অনুমোদন নেই। একদিকে চোখে ঘুম অন্যদিকে গাড়ির চলার অনুমোদন ছিল না।’

এসময় মন্ত্রী আওয়ামী লীগের শান্তি সমাবেশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনার জবাব দেন। মির্জা ফখরুল বলেছিলেন, আওয়ামী লীগ শান্তি সমাবেশ করলে যুদ্ধের সময়ের শান্তি কমিটির কথা মনে পড়ে যায়।

হাছান মাহমুদ বলেন, ‘মির্জা ফখরুল সাহেবের বাবাও একজন শান্তি কমিটির সদস্য ছিলেন। তিনি পাকিস্তানিপন্থি ছিলেন। মুক্তিযুদ্ধের পরে তিনি কয়েকমাস আত্নগোপন করে ছিলেন। এই কারণেই মির্জা ফখরুলের শান্তি কমিটির কথা মনে পড়ে।

(ঢাকাটাইমস/১৯মার্চ/জেএ/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :