গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাকচাপায় নিহত ২

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাকের চাপায় ভ্যানচালকসহ নিহত হয়েছেন দুজন। সোমবার বিকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া কালনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিকালে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া কালনা সড়কে একটি ট্রাক একটি ভ্যানকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ভ্যানচালক ইকরাম শেখ (৫৫) নিহত হয়। এসময় ভ্যানযাত্রী আহাদ সরদার (৫৫) গুরুতর আহত হয়। পরে তাকে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত ভ্যানচালক ইকরাম শেখের বাড়ি কাশিয়ানী উপজেলার চর ভাটপাড়া ও ভ্যানযাত্রী আহাদ সরদারের বাড়ি একই উপজেলার সংকরপাশা গ্রামে।
(ঢাকাটাইমস/২০মার্চ/এলএ)

মন্তব্য করুন