সিনেমা সুপার ফ্লপ, কঙ্গনার কাছে ক্ষতিপূরণ দাবি পরিবেশকদের

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মার্চ ২০২৩, ১৫:১৬
অ- অ+

তামিলনাড়ুর ছয়বারের মুখ্যমন্ত্রী ও অভিনেত্রী জয়ললিতার জীবনীর ওপর ২০২১ সালে সিনেমা নির্মাণ করেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। নাম ‘থালাইভি’। সেখানে তিনি জয়ললিতার ভূমিকায় অভিনয়ও করেন। তামিল ও হিন্দি, দুই ভাষাতেই মুক্তি পায় এই ছবি।

যদিও হিন্দির চেয়ে বেশি জনপ্রিয় হয় তামিল সংস্করণই। তবু আশানুরূপ ফল করতে পারেনি ছবিটি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ‘থালাইভি’। এবার এই ছবির ব্যর্থতা যেন তাড়া করে বেড়াচ্ছে কঙ্গনাকে। অভিনেত্রীর কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন ছবির পরিবেশকরা। টাকার অঙ্কটা নেহাত কম নয়।

‘থালাইভি’ ছবিতে চরিত্রের প্রয়োজনে নিজের সম্পূর্ণ ভোলবদল করে ফেলেন কঙ্গনা। ‘ডবল চিন’, মাঝ বরাবর সিঁথি কাটা— অবিকল জয়ললিতার নিজস্ব স্টাইল! তবু হলে দর্শক টানতে পারেননি কঙ্গনা।

এই ছবির ডিস্ট্রিবিউশনের দায়িত্ব ছিল ‘জি’-এর উপর। তাই ছবির ব্যর্থতায় ছবির প্রযোজকের কাছে টাকা ফেরত চায় তারা। প্রায় ৬ কোটি টাকা। ইতোমধ্যেই আইনি চিঠি পাঠানো হয়েছে ছবির প্রযোজককে। তবু উত্তর মেলেনি বলেই জানান ‘জি’ কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/২২মার্চ/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা