প্রিমিয়ার ব্যাংকের আনোয়ার খান মডার্ন হাসপাতাল উপশাখার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ মার্চ ২০২৩, ১৯:৩৯

প্রিমিয়ার ব্যাংক কলাবাগান শাখার নিয়ন্ত্রণাধীন আনোয়ার খান মডার্ন হাসপাতাল উপশাখার উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি আনোয়ার খান মডার্ন হাসপাতাল লিমিটেড, নিচতলা, বাড়ি নং ১৯, রোড নং ০৮, ধানমন্ডি, ঢাকায় এ উপশাখা উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে এ ব্রাঞ্চ'র আনুষ্ঠানিক উদ্বোধন করেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ড. আনোয়ার হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এম রিয়াজুল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী, উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবুল হাশেম, এসইভিপি এবং মানব সম্পদ বিভাগের প্রধান মামুন মাহমুদ, ইভিপি এবং ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান মো. তারেক উদ্দিন, ইভিপি এবং এলিফ্যান্ট রোড শাখা প্রধান মো. জাকির হোসেনসহ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. এখলাছুর রহমান ও মর্ডান হেলথ গ্রুপের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আশরাফ আব্দুল্লাহ ইউসুফ।

এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৩মার্চ/এমএইচ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :