বিএসএমএমইউয়ে রিসার্চ প্রটোকল নিয়ে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২৩, ২২:১৮
অ- অ+

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে চ্যালেঞ্জেস এন্ড অপরচুনিটিস অফ আউটকাম বেইজড এডুকেন এ্যান্ড ডিসেমিনেশন অফ ইউজিসি এ্যাপ্রুভড রিসার্চ প্রটোকল’শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিএসএমএমইউর শহীদ ডা. মিল্টন হলে কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বিএসএমএমইউর উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, বিএসএমএমইউ দেশের উচ্চতর মেডিকেল শিক্ষাদানের প্রধান প্রতিষ্ঠান। বিশ্বমানের ও সর্বাধুনিক উন্নততর গুণগত সম্পন্ন মেডিক্যাল শিক্ষাকে এগিয়ে নিতে হবে। রেসিডেন্টদের প্রাকটিক্যালি আরো বেশি দক্ষতা অর্জন করতে হবে।

প্যানেল এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন- ইউজিসির সম্মানিত অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী এবং কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. চৌধুরী মেশকাত আহমেদ।

আইকিউএসির অতিরিক্ত পরিচালক ডা. তারেক রেজা আলীর সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফরেনসিক মেডিসিন বিভাগের চেয়ারম্যান শাহ আলম।

কর্মশালায় সভাপতিত্ব করেন বিএসএমএমইউর উপ-উপাচার্য (একাডেমিক) একেএম মোশারফ হোসেন।

এ সময় বিএসএমএমইউর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) মোহাম্মদ মনিরুজ্জমান খান, ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, ডিন অধ্যাপক ডা. রণজিত রঞ্জন রায়, ডিন অধ্যাপক ডা. দেবতোষ চন্দ্র পাল, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল প্রমুখসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৩মার্চ/এএ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় ১১০ জনের প্রাণহানি
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
এবার এনসিপির ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ মার্কা নিয়ে টানাটানি
সৌদিতে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য নতুন ড্রাইভিং নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা