কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে দুজন নিহত

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ মার্চ ২০২৩, ০৯:২৯
অ- অ+

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। শনিবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের চৌয়ারা-সুয়াগাজী সড়কের ফুলতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মাটিয়ারা এলাকার আমান মিয়া (৪০) ও ফাতেমা বেগম (৩০)।

স্থানীয়রা জানান, মদিনা পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে চারজন আহত হন। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। হতাহতরা অটোরিকশার চালক ও যাত্রী।

কুমিল্লা সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৬মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ রাত আড়াইটায় নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাফুফে
ঢাকা বিভাগের ৫৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা
ইলন মাস্ক 'আমেরিকা পার্টি' গঠনের ঘোষণা দিলেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ভাঙন
ভেষজ মহৌষধ আনারস কিডনির পাথর দূর করতে সিদ্ধহস্ত, ওজনও কমায় দ্রুত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা