হুইপ শামসুলের মামলায় বরখাস্ত ইন্সপেক্টর সাইফকে ৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মার্চ ২০২৩, ১৪:৪১
অ- অ+
হুইপ শামসুল হক চৌধুরী (বাঁয়ে) ও বরখাস্ত মাহমুদ সাইফুল করিম ওরফে সাইফ আমিন (ডানে)

ডিজিটাল নিরাপত্তা আইনে জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর করা মামলায় বরখাস্ত পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মাহমুদ সাইফুল করিম ওরফে সাইফ আমিনকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। জরিমানার অর্থ অনাদায়ে আসামিকে ১৮ মাস কারাভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করেন বিচারক।

ক্যাসিনোবিরাধী অভিযানের সময় ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মাহমুদ সাইফুল করিম অভিযোগ করেন, চট্টগ্রাম আবাহনী ক্লাবের জুয়ার আসর থেকে পাঁচ বছরে ক্লাবটির মহাসচিব শামসুল হক চৌধুরী ১৮০ কোটি টাকা আয় করেন।

এরপর একই বছরের ২৫ সেপ্টেম্বর মাহমুদ সাইফুল করিমের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী মামলা করেন। ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি মামলার প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা সিটিটিসির স্যোশাল মিডিয়া মনিটরিং টিমের পুলিশ পরিদর্শক নাজমুল নিশাত।

হুইপের আইনজীবী জানান, বরখাস্ত হওয়া পুলিশ পরিদর্শক মাহমুদ সাইফুল করিম ফেসবুকে মিথ্যা পোস্ট দেন। আদালতে আটজন সাক্ষী ও যুক্তি উপস্থাপন করে মিথ্যা প্রমাণ করতে সক্ষম হয়েছি।

(ঢাকাটাইমস/২৭মার্চ/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় ১১০ জনের প্রাণহানি
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
এবার এনসিপির ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ মার্কা নিয়ে টানাটানি
সৌদিতে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য নতুন ড্রাইভিং নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা