‘বেঙ্গল ফ্রিল্যান্সার ব্যাংকিং’ ও ‘বেঙ্গল স্টুডেন্ট লোন’ চালু করলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মার্চ ২০২৩, ১৯:০২
অ- অ+

দেশের অগণিত দক্ষ ফ্রিল্যান্সারদের জন্য বিশেষ ব্যাংকিং সেবা দিতে ‘বেঙ্গল ফ্রিল্যান্সার ব্যাংকিং” চালু করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। এখন থেকে ফ্রিল্যান্সাররা বিদেশি প্রতিষ্ঠান থেকে তাদের আয় করা অর্থ নিরাপদে ও দ্রুততম সময়ে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে আনতে পারবেন।

এছাড়াও আর্থিকভাবে চ্যালেঞ্জের সম্মুখীন শিক্ষার্থীদের সহযোগীতার লক্ষ্যে “বেঙ্গল স্টুডেন্ট লোন” চালু করেছে ব্যাংকটি। শিক্ষার্থীরা স্বল্প সময়ে, সহজ শর্তে এই ঋণের আবেদন করতে পারবেন। সেমিস্টারভিত্তিক পেমেন্ট পদ্ধতিতে বিতরণ করা হবে এই ঋণ।

সম্প্রতি গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘বেঙ্গল ফ্রিল্যান্সার ব্যাংকিং” এবং “বেঙ্গল স্টুডেন্ট লোন” এর উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল আলমসহ অন্যান্য উদ্যোক্তা পরিচালকবৃন্দ, ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মারিয়া নূর, উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/২৭মার্চ/এমএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা