বরিশাল শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান আব্বাস উদ্দিন

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন প্রফেসর আব্বাস উদ্দিন খান। তিনি বরিশাল সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন। এর আগে বরিশাল বিএম কলেজেও কর্মরত ছিলেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে এই সংক্রান্তে একটি প্রজ্ঞাপন জারি করে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপসচিব কাজি মো. আব্দুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি বুধবার বরিশাল শিক্ষা বোর্ডে এসে পৌঁছেছে|
এই তথ্য শিক্ষা বোর্ডের একটি নির্ভরযোগ্য সূত্র ঢাকাটাইমসকে নিশ্চিত করেছে। এছাড়া প্রজ্ঞাপনটি স্যোশাল মিডিয়ায়, বিশেষ করে ফেসবুকে ভাইরাল হয়েছে। কেউ কেউ এই প্রজ্ঞাপনটি নতুন চেয়ারম্যান আব্বাস উদ্দিন খানের ছবিসহ ফেসবুক আইডিতে পোস্ট করে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
(ঢাকাটাইমস/২৯মার্চ/এলএ)

মন্তব্য করুন