মৌলভীবাজারে লংলা কলেজে শতাধিক অসচ্ছল শিক্ষার্থী পেলেন পাঠ্যবই

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
| আপডেট : ২৯ মার্চ ২০২৩, ২২:৪৭ | প্রকাশিত : ২৯ মার্চ ২০২৩, ২২:৪৫

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী লংলা আধুনিক ডিগ্রি কলেজের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শতাধিক অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

বুধবার কলেজ মিলনায়তনে প্রবাসী, ব্যবসায়ী ও রাজনীতিবিদদের অর্থায়নে ও লংলা আধুনিক ডিগ্রি কলেজের আয়োজনে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত অস্বচ্ছল ও মেধাবী শতাধিক শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবই বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লংলা আধুনিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আতাউর রহমানের সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের প্রধান গোলাপ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সদস্য আব্দুল আজিজ, হরিপদ দাস, আব্দুল ওয়াদুদ, কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম, প্রদর্শক সমরেশ দাশ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. নজমুল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন- রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকবর আলী সোহাগ, কলেজের সহকারী অধ্যাপক মো. হানিফ মিয়া, নাজমা বানু, শাহানাজ বাহার, হেলাল খান, জয়ন্ত কুমার দেব, ইন্দ্রজিৎ রায়, প্রভাষক আতিকুল ইসলাম, আক্তার মিয়া, সাপ্তাহিক বাংলা কাগজের সম্পাদক আতাউর রহমান মুমিত, সাংবাদিক আব্দুল কুদ্দুছ, সৈয়দ আশফাক তানভীর, হাসান আল মাহমুদ রাজু, কলেজের প্রাক্তন শিক্ষার্থী এমএ আহাদসহ কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেন অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে বিসিবির পরিচালক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, সরকারের পাশাপাশি প্রবাসী ও সমাজের বিত্তবানরা শিক্ষাক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীরা উচ্চ পর্যায়েও শিক্ষা গ্রহণে সুযোগ পাবে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার হার অনেকাংশে কমবে। এসময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং লংলা কলেজের বিগত সময়ের এইচএসসি পরীক্ষায় ৩৭টি জিপিএ ফাইভসহ ভালো ফলাফলের জন্য কলেজ প্রশাসনের প্রশংসা করেন।

(ঢাকাটাইমস/২৯মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :