হঠাৎ ঢাকায় সাকিব-লিটন-মোস্তাফিজরা, কেন?

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ মার্চ ২০২৩, ১৪:২৯
অ- অ+

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ দল এখনও অবস্থান করছে চট্টগ্রামে। কিন্তু দলের সঙ্গে নেই সাকিব, লিটন ও মোস্তাফিজরা। তারা এসেছেন ঢাকায়। এরপর থেকেই উঠেছে প্রশ্ন। ঠিক কি কারণে ঢাকা এসেছেন তারা। তবে কি শুরু থেকেই আইপিএলে যোগ দেবেন এই টাইগার ক্রিকেটাররা।

তবে আজকের মধ্যে সবাই আবার চট্টগ্রামে ফিরে যাবেন বলেও জানা গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক সূত্র থেকে এই তথ্য জানা যায়।

পহেলা মার্চ থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় ও ব্যয়বহুল আসর আইপিএল। সেখানে বাংলাদেশি ক্রিকটার হিসেবে দল পেয়েছেন তিন টাইগার ক্রিকেটার। এই তালিকায় সাকিব-মোস্তাফিজুরের সঙ্গে রয়েছেন লিটন দাসও। মূলত আইপিএলে যোগ দেওয়ার জন্য ভিসার কাজ সম্পন্ন করতেই ঢাকায় এসেছেন বলে ধারণা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/২০মার্চ/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেনাবাহিনীর সর্বনাশ হয়েছে র‌্যাবের কারণে: সম্পাদক মাহমুদুর রহমান
দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৬
ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে সরকারকে আন্তর্জাতিক আদালতে যেতে হবে: রাশেদ প্রধান
দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা