কাশিমপুর কারাগারে নেয়া হয়েছে সাংবাদিক শামসুজ্জামানকে

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে শুক্রবার সকালে তাকে গাজীপুরের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।
কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার আমিনুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সাংবাদিক শামসুজ্জামানকে কাশিমপুরে হস্তান্তর করা হয়েছে।
সিআইডি পরিচয়ে সাভারের বাসা থেকে আটকের ৩০ ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শামসুজ্জামানকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়।
এ সময় তাকে কারাগারে আটক রাখার জন্য আদালতে আবেদন করে রমনা থানার পুলিশ। অন্যদিকে শামসুজ্জামানের পক্ষে আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন।
শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে এ সাংবাদিককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার সিএমএম আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন। পরে তাকে প্রিজন ভ্যানে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।
ঢাকাটাইমস/৩১মার্চ/ইএস

মন্তব্য করুন