রুশ সামরিক ব্লগার ভ্লাদলেন তাতারস্কির মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করা হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১২:৩১ | প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২৩, ১১:০৩

সেইন্ট পিটার্সবার্গের একটি ক্যাফেতে বিস্ফোরণে রাশিয়ার সামরিক ব্লগার ভ্লাদলিন তাতারস্কি নিহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

তাতারস্কির মৃত্যু একটি ‘হাই-প্রোফাইল হত্যা’ হিসেবে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের সোচ্চার সমর্থক তাতারস্কি রবিবার সন্ধ্যায় সেন্ট পিটার্সবার্গের একটি ক্যাফেতে বিস্ফোরণে মারা যান।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় ২৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওগুলোতে রাস্তায় বিস্ফোরণ এবং আহত লোকজনকে দেখানো হয়েছে।

কারা এই হামলার জন্য দায়ী তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার শীর্ষ অপরাধ তদন্ত সংস্থা ‘তদন্ত কমিটি’ এটিকে একটি ‘হাই-প্রোফাইল হত্যা’ হিসেবে বর্ণনা করে তদন্ত শুরু করেছে।

অপরাধ বিশেষজ্ঞদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে টেলিগ্রামকে জানিয়েছেন তারা।

বোমা বিস্ফোরণের সময় ক্যাফেতে আয়োজিত একটি অনুষ্ঠানে অতিথি বক্তা ছিলেন তাতারস্কি।

বিস্ফোরক ডিভাইস সম্পর্কে রাশিয়ান মিডিয়ায় পরস্পরবিরোধী প্রতিবেদন রয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে সরকারি সূত্রে বলা হয়েছে, তাতারস্কিকে উপহার হিসেবে একটি বাক্সে একটি মূর্তি দেওয়া হয়েছিল, যার ভিতরে একটি বোমা লুকানো ছিল।

বিস্ফোরণের পরে টেলিগ্রামে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, তাকে একটি মূর্তি হস্তান্তর করা হচ্ছে এবং এটি নিয়ে রসিকতা করা হচ্ছে। বিবিসি এটি বিস্ফোরক কিনা তা যাচাই করতে পারেনি।

সেন্ট পিটার্সবার্গের নিউজ সাইট ফন্টাঙ্কা জানিয়েছে, রবিবার যে ক্যাফেটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে এটি আগে রাশিয়ার কুখ্যাত ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের মালিকানাধীন ছিল।

সেন্ট পিটার্সবার্গ হলো প্রেসিডেন্ট পুতিনের জন্ম শহর, যেখানে তিনি প্রথম খ্যাতি অর্জন করেছিলেন।

(ঢাকাটাইমস/০৩এপ্রিল/এফএ)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :